রোস্তভের আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি গোলুবেভ বলেন, শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত, যা জ্বালানি ট্যাংকে ছড়িয়ে পড়ে।
শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় ভবনটি যে সড়কে অবস্থিত, তার চারপাশ ঘিরে ফেলা হয়েছে। ভবনটি এফএসবির আঞ্চলিক সীমান্ত টহল বিভাগের। এফএসবি হলো রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা সার্ভিস এবং এদের দায়িত্ব হলো কাউন্টার ইন্টেলিজেন্স, সীমান্ত নিরাপত্তা ও সন্ত্রাস দমনে কাজ করা।
রোস্তভের গভর্নর বলেন, আগুন ৮০০ বর্গকিলোমিটারজুড়ে ছড়িয়ে পড়েছে। এতে দুইটি দেয়াল ধসে পড়েছে। তবে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। তারপরও নিরাপত্তার স্বার্থে এই ভবনের আশপাশের ফ্ল্যাটগুলোর বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
জরুরি পরিষেবার বরাত দিয়ে বার্তা সংস্থা আরআইএন জানায়, আগুন লাগা ভবনটি দুইতলা। এটিকে গ্যারেজ ও গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছিল।
গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের পর থেকে রাশিয়ার বেশ কয়েকটি সরকারি দপ্তরের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
তবে ইউক্রেন এসব অগ্নিকাণ্ডের পেছনে তাদের কোনো হাত নেই বলে দাবি করেছে। আজকের এ ঘটনা প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক টুইটারে বলেছেন, ঘটনাটি রাশিয়ার ‘আতঙ্কের বহিঃপ্রকাশ’। তিনি বলেন, ‘ইউক্রেন এতে হস্তক্ষেপ করছে, তবে মজা নিয়ে দেখছে।’