নেদারল্যান্ডসে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ১
নেদারল্যান্ডসে একটি যাত্রীবাহী ট্রেন ও একটি মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। আহত ব্যক্তিদের অনেকের অবস্থা গুরুতর।
গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে দেশটির হেগ শহরের পূর্ব দিকের ভুর্সকোটেন নামের একটি গ্রামে দুর্ঘটনাটি ঘটে। জরুরি পরিষেবার সদস্য ও চিকিৎসকেরা ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছেন। সংঘর্ষের পর যাত্রীবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। কী কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ সময় ট্রেন থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়ার জন্য বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকতে দেখা যায়।
দেশটির অগ্নিনির্বাপক বিভাগের মুখপাত্র ডাচ্ রেডিওকে জানিয়েছেন, আহত ১৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর দেশটির জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, অন্যদের ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিউজ এজেন্সি এএনপির খবরে বলা হয়, যাত্রীবাহী ট্রেনটি লিডেন শহর থেকে হেগ শহরে যাওয়ার পথে রাতে সংঘর্ষের পর ট্রেনের সামনের বগিটি লাইনচ্যুত হয়ে মাঠে পড়ে যায়। এতে একটি ট্রেনের পেছনের বগিতে আগুন লেগেছিল। পরে তা নিভিয়ে ফেলা হয়।