‘হলোকাস্ট ফেরা’ আড়াই লাখ মানুষ এখনো জীবিত

হলোকাস্ট থেকে বেঁচে ফেরা এক ব্যক্তি তাঁর হাতে আঁকা বন্দী নম্বর দেখাচ্ছেন। জেরুজালেমের হলোকাস্ট জাদুঘরে, ১৫ জুন ২০০৯ছবি: রয়টার্স

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রায় ৮০ বছর পার হয়ে যাচ্ছে। এখনো পৃথিবীর ৯০টির বেশি দেশে বসবাস করছেন হলোকাস্ট থেকে বেঁচে ফেরা প্রায় ২ লাখ ৪৫ হাজার জন।

গত মঙ্গলবার প্রকাশিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। ক্লেইমস কনফারেন্স নামের একটি সংস্থা এ কথা জানিয়েছে।

হলোকাস্ট থেকে বেঁচে ফেরাদের জন্য জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণ চেয়ে আসছে সংস্থাটি। তাদের হিসাব অনুযায়ী, হলোকাস্ট বেঁচে ফেরাদের মধ্যে ইসরায়েলে ১ লাখ ১৯ হাজার ৩০০ জন, যুক্তরাষ্ট্রে ৩৮ হাজার ৪০০ জন, ফ্রান্সে ২১ হাজার ৯০০ জন আর জার্মানিতে ১৪ হাজার ২০০ জন বাস করছেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কলঙ্কিত ঘটনা ‘হলোকাস্ট’। ওই সময় জার্মান নাৎসি বাহিনীর হাতে নিধনযজ্ঞের শিকার হন বিপুলসংখ্যক ইহুদি।