মারা গেলেন মিনি স্কার্টের ডিজাইনার মেরি কোয়েন্ট

ব্রিটিশ ডিজাইনার ডেম মেরি কোয়েন্ট
ছবি: এএফপি

বিখ্যাত ব্রিটিশ ডিজাইনার ডেম মেরি কোয়েন্ট আর নেই। আজ বৃহস্পতিবার যুক্তরাজ্যের সাউথ ইস্ট ইংল্যান্ডের সারি এলাকায় নিজ বাড়িতে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। পরিবারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিউইয়র্ক টাইমসের দেওয়া তথ্য অনুসারে, ১৯৬০-এর দশকের আলোচিত ফ্যাশন ডিজাইনার মেরি কোয়েন্ট। সেই সময় মিনি স্কার্টের নকশা করে ব্যাপক সাড়া ফেলেছিলেন তিনি।

১৯৬০–এর দশকের মাঝামাঝি সময়ে যুক্তরাজ্যের তরুণেরা ‘সুইংগিং সিক্সটিজ’ নামে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলেছিলেন। পোশাকসহ নানা বিষয়ের আধুনিকায়ন ও আনন্দে থাকার দর্শন নিয়ে এ আন্দোলন গড়ে উঠেছিল। ওই ‘সুইংগিং সিক্সটিজ’ আন্দোলন ও বিপ্লবের সঙ্গে জড়িয়ে আছে মেরি কোয়েন্টের নাম। গণমাধ্যমগুলো তাঁকে ‘সুইংগিং সিক্সটিজের অসাধারণ এক আবিষ্কারক’ বলে আখ্যা দিয়েছে।

২০ শতকের অন্যতম ফ্যাশন ডিজাইনার বলা হয় মেরি কোয়েন্টকে। ডিজাইনার হিসেবে পরিচিতি পাওয়ার আগে তাঁর পোশাকের দোকান ছিল। লন্ডনের কিংস রোডের এই দোকানের নাম ছিল ‘বাজার’। এই দোকানে তাঁর নকশা করা পোশাকও পাওয়া যেত।

মেরি কোয়েন্টের মৃত্যুর পর তাঁর পরিবারের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, বাড়িতেই তিনি মারা গেছেন।