ইউক্রেনের শস্য আমদানি করবে না ইউরোপের ৩ দেশ

এর আগে ইউক্রেনের প্রতিবেশী ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত পাঁচ দেশে ইউক্রেনীয় শস্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ইউরোপীয় কমিশন
প্রতীকী ছবি: রয়টার্স

পোল্যান্ড, স্লোভাকিয়া ও হাঙ্গেরি—ইউরোপের এই তিন দেশের সরকার জানিয়েছে, ইউক্রেন থেকে শস্য আমদানি করা হবে না। এর আগে ইউক্রেনের প্রতিবেশী ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত পাঁচ দেশকে ইউক্রেন থেকে শস্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ইউরোপীয় কমিশন। সেই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হবে না বলে জানিয়েছে ইউরোপীয় কমিশন। এ ঘোষণার পরপরই দেশ তিনটি ইউক্রেনের শস্য আমদানি বন্ধ রাখার কথা জানাল।

আরও পড়ুন

গত মে মাসে ইউরোপীয় ইউনিয়ন জানায়, পাঁচটি দেশ তাদের অভ্যন্তরীণ বাজারে ইউক্রেন থেকে আমদানি করা গম, ভুট্টা, শর্ষে ও সূর্যমুখীর বীজ বিক্রি করতে পারবে না। তবে এসব দেশ হয়ে অন্য দেশে ইউক্রেনের শস্য রপ্তানি করা যাবে। দেশ পাঁচটি হলো—পোল্যান্ড, বেলজিয়াম, হাঙ্গেরি, রোমানিয়া ও স্লোভাকিয়া।

ইউরোপীয় কমিশন জানিয়েছে, এই পাঁচ দেশের জন্য ইউক্রেনের শস্যের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে না। তাই চাইলে এসব দেশে ইউক্রেন থেকে আমদানি করা শস্য বিক্রি করতে পারবে। কিন্তু এরপরও পোল্যান্ড, স্লোভাকিয়া ও হাঙ্গেরি সরকার জানিয়েছে, তাদের দেশে ইউক্রেনের শস্য বিক্রি করা হবে না।

এ বিষয়ে পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি গতকাল শুক্রবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলের ইলক শহরে এক সমাবেশে বলেন, ‘আমাদের দেশের কৃষকদের স্বার্থ রক্ষার জন্য ইউক্রেন থেকে শস্য আমদানি বন্ধ রাখা হবে।’

আরও পড়ুন

খাদ্যশস্য, সবজি, মাংসজাত পণ্য, মধুসহ ইউক্রেন থেকে ২৪ ধরনের কৃষি ও খাদ্যপণ্য আমদানি বন্ধ রাখার কথা জানিয়েছে হাঙ্গেরি। গতকাল এ-সংক্রান্ত একটি আদেশ জারি করেছে দেশটির সরকার।

স্লোভাকিয়ার কৃষিমন্ত্রী গতকাল একই ঘোষণা দিয়েছেন। তবে এসব দেশ হয়ে অন্য জায়গায় ইউক্রেন থেকে রপ্তানি হওয়া কৃষিপণ্য পরিবহন করা যাবে।