ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে আজ বৃহস্পতিবার আবারও হামলা চালিয়েছে রাশিয়া। হামলার শিকার হয়েছে ইউক্রেনের নিপ্রো শহরের একটি ক্ষেপণাস্ত্র কারখানা ও একটি গ্যাস উৎপাদন কারখানা। এসব হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।
কয়েক সপ্তাহ ধরেই ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানিসংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। গত মঙ্গলবারও দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে হামলা চালানো হয়। তবে আজকের হামলার বিষয়ে এখনো কিছু বলেনি মস্কো।
ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, জাপোরিঝঝিয়া অঞ্চলে আবাসিক ভবনে হামলায় চারজন নিহত হয়েছেন। অপর দিকে নিপ্রো শহরে হামলায় ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়, এমন একটি কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের অন্তত ১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
কাছেই নিকোপোল শহরে প্রায় ৭০টি গোলা পড়েছে। গোলার আঘাতে শহরটির হাজার হাজার বাড়ি বিদ্যুৎ ও পানিবিচ্ছিন্ন হয়ে পড়েছে। হামলার শিকার হয়েছে ওদেসা ও খারকিভ অঞ্চলও। এই দুই অঞ্চলে তিনজন করে আহত হয়েছেন।
এদিকে কিয়েভে শোনা গেছে বিমান হামলার সতর্কতা সাইরেন। কিয়েভের স্থানীয় সামরিক সূত্রে জানা গেছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ইরানের তৈরি দুটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।
ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে একপ্রকার কোণঠাসা হয়ে পড়ার পর দেশটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে রাশিয়া। এরই মধ্যে সম্প্রতি ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধের মুখে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খেরসন শহর থেকে রুশ সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে। এরপর গত মঙ্গলবার ইউক্রেনজুড়ে হামলা চালায় মস্কো।