ফিনল্যান্ডে জোট সরকার গড়বে ডানপন্থীরা

ফিনল্যান্ডের মধ্য-ডানপন্থী ন্যাশনাল কোয়ালিশন পার্টির নেতা পেটেরি অর্পো
ছবি: এএফপি

ফিনল্যান্ডের এবারের পার্লামেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তবে শেষ হাসি হেসেছে ডানপন্থীরা। দেশটির মধ্য-ডানপন্থী ন্যাশনাল কোয়ালিশন পার্টি (এনসিপি) নির্বাচনে নিজেদের জয়ী বলে দাবি করেছে। যদিও জোট সরকার গড়তে হবে তাদের। ভোটের হিসাবে প্রধানমন্ত্রী সানা মারিনের দল তৃতীয় অবস্থানে রয়েছে।

গতকাল রোববার ফিনল্যান্ডে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গণনা শেষে এনসিপি পেয়েছে ২০ দশমিক ৮ শতাংশ ভোট। জাতীয়তাবাদী ফিন্স পার্টি ভোট পেয়েছে ২০ দশমিক ১ শতাংশ। অন্যদিকে সানা মারিনের স্যোশাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি) পেয়েছে ১৯ দশমিক ৯ শতাংশ ভোট।

এবারের নির্বাচনে ফিনল্যান্ডের তিনটি বড় রাজনৈতিক দল ২০ শতাংশের কাছাকাছি ভোট পেলেও কেউই এককভাবে সরকার গঠনের যোগ্যতা অর্জন করেনি। পার্লামেন্টের ২০০টি আসনের বিপরীতে এবার ফিনল্যান্ডের ২২টি রাজনৈতিক দলের ২ হাজার ৪০০-এর বেশি প্রার্থী ভোটের লড়াইয়ে নেমেছিলেন।

নিজেদের বিজয়ী দাবি করে রাজধানী হেলসিংকির এক রেস্তোরাঁয় সমর্থকদের উদ্দেশে এনসিপির নেতা পেটেরি অর্পো বলেন, ‘আমরা সবচেয়ে বড় ম্যান্ডেট পেয়েছি। এই ফলাফলের ভিত্তিতে এনসিপির উদ্যোগে ফিনল্যান্ডে নতুন সরকার গঠনের বিষয়ে আলোচনা শুরু করা হবে।’

আরও পড়ুন

সানা মারিনের নেতৃত্বাধীন এসডিপি ২০১৯ সালে ক্ষমতায় আসে। মাত্র ৩৪ বছর বয়সে বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। বন্ধুদের সঙ্গে নাচের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে সমালোচিত হন সানা মারিন।

নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়ে সানা মারিন তাঁর দলের সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে বলেন, ‘নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন। এনসিপিকে অভিনন্দন। ফিন্স পার্টিকেও অভিনন্দন। গণতন্ত্র কথা বলেছে।’

সানা মারিন আরও বলেন, ‘আমরা সমর্থন পেয়েছি, আমরা বেশি আসন পেয়েছি। এটি দুর্দান্ত একটি অর্জন।’

আরও পড়ুন

সম্প্রতি একটি জরিপে সানা মারিন এই শতকে ফিনল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী হিসেবে স্থান পেয়েছেন। তাঁর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এবারের নির্বাচনে এসডিপি আসন বাড়াতে তীব্র লড়াই করেছিল।

শুধু ফিনল্যান্ড নয়, ইউরোপজুড়ে ডানপন্থীরা ক্রমে জনপ্রিয়তা পাচ্ছে। প্রতিবেশী সুইডেনেও জাতীয়তাবাদীদের সংখ্যা বেড়ে চলেছে। পাশাপাশি গত বছর ইতালিতে জয়ী হয়েছে অতি ডানপন্থীরা। এখন ফিনল্যান্ডে উগ্র ডানপন্থী দলের কেউ প্রধানমন্ত্রী হলে, তা হবে প্রথমবার তাদের ক্ষমতায় আসা।

আরও পড়ুন