ইউক্রেন নিয়ে নতুন শান্তি আলোচনা, থাকবে তুরস্কও

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান
ফাইল ছবি রয়টার্স

ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় খুঁজতে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় ‘শান্তি আলোচনায়’ অংশ নেবে তুরস্ক। দুই দিনের এই আলোচনা হবে মাল্টায়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে কথা বলার পর আজ শনিবার এ তথ্য জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ভূমধ্যসাগরের দ্বীপরাষ্ট্র মাল্টা গতকাল শুক্রবার জানিয়েছে, ইউক্রেন নিয়ে ২৮–২৯ অক্টোবর শান্তি আলোচনার আয়োজন করবে তারা। এর আগে গত আগস্টে সৌদি আরবের জেদ্দায় এবং গত জুনে ডেনমার্কের কোপেনহেগেনেও একই ধরনের বৈঠকের আয়োজন করা হয়েছিল।

এরদোয়ানের সঙ্গে ফোনালাপের পর জেলেনস্কি বলেন, ‘আগামী সপ্তাহে মাল্টায় পরবর্তী ধাপের শান্তি আলোচনা কীভাবে হবে তা নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। তুরস্কও সেই আলোচনায় অংশ নেবে। প্রভাবশালী দেশটি সেখানে তাদের অবস্থান তুলে ধরবে।’

আসন্ন এ শান্তি আলোচনায় রাশিয়া অংশ নেবে না বলেই ধারণা করা হচ্ছে। এদিকে জেলেনস্কি বলেছেন, শান্তি ফেরাতে তাঁর পরিকল্পনার পক্ষে সেখানে সমর্থন জোগাড়ের চেষ্টা চালাবেন তিনি।

এর আগে জেদ্দা শান্তি আলোচনায় চীন, ভারত, যুক্তরাষ্ট্র, ইউক্রেনসহ প্রায় ৪০টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন। তবে আলোচনা শেষে সেবার কোনো ঘোষণা দেওয়া হয়নি।

ইউক্রেন যুদ্ধ নিয়ে এর আগেও মধ্যস্থতা করেছে তুরস্ক। ইউক্রেনের শস্য রপ্তানির জন্য কৃষ্ণসাগরের বন্দরগুলো খুলে দিতে রাশিয়ার সঙ্গে যে চুক্তি হয়েছে, সেখানে মধ্যস্থতা করে তুরস্ক।