৫ হাজার শিশুসহ ৩০ হাজার ইউক্রেনীয়কে রাশিয়ায় স্থানান্তর

ইউক্রেনের একটি বিধ্বস্ত ভবন
ছবি: রয়টার্স

ইউক্রেনের বিভিন্ন এলাকা থেকে দেশটির প্রায় ৩০ হাজার মানুষকে রুশ ফেডারেশনভুক্ত এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে ৫ হাজারের বেশি শিশু রয়েছে। গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে রাশিয়ার জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণকেন্দ্রের প্রধান মিখাইল মিজিনৎসেভ এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার।

মিখাইল মিজিনৎসেভ বলেন, ‘ইউক্রেনীয় কর্তৃপক্ষের অংশগ্রহণ ছাড়াই গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের বিপজ্জনক অঞ্চল ও দনবাস থেকে ৫ হাজার ১৪৮ শিশুসহ ২৮ হাজার ৪২৪ জনকে রুশ ফেডারেশনভুক্ত এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। এ নিয়ে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে মোট ২৬ লাখ ১২ হাজার ৭৪৭ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে শিশুর সংখ্যা ৪ লাখ ১২ হাজার ৫৫৩ জন।’

ইউক্রেন ও দেশটির পশ্চিমা মিত্রদের অভিযোগ, জোরপূর্বক ইউক্রেনীয় নাগরিকদের বিতাড়িত করছে রাশিয়া। এর মধ্যে শিশুও রয়েছে। আর এসব শিশুর অনেককে পরিবার থেকে বিচ্ছিন্ন করে অবৈধভাবে দত্তক দেওয়ার পরিকল্পনাও করা হচ্ছে।

রাশিয়ার শিশু অধিকারবিষয়ক প্রেসিডেনশিয়াল কমিশনার মারিয়া লিভোভা বেলোভার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। ইউক্রেনীয় শিশুদের জোর করে স্থানান্তর ও দত্তক দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।