চীনের বিশেষ দূত লি হুই আগামীকাল শুক্রবার রাশিয়া সফরে যাবেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, লি হুই শুক্রবার মস্কো আসবেন। সফরকালে তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করবেন।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ২৬ মে লি হুইকে মস্কোয় অভ্যর্থনা জানাবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ।
একই দিন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিনের চীন সরকারের ইউরেশিয়াবিষয়ক বিশেষ প্রতিনিধি লি হুইয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
চলতি মাসের মাঝামাঝি লি হুই দুই দিনের সফরে ইউক্রেনে গিয়েছিলেন। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ হামলা শুরুর পর এটাই ছিলেন চীনের কোনো বড় মাপের কর্মকর্তার প্রথম ইউক্রেন সফর।
রাশিয়া ও চীনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। রাশিয়া-ইউক্রেন সংঘাতে নিজেদের অবস্থান ‘নিরপেক্ষ’ বলে দাবি করে বেইজিং।