ইউক্রেনের শহর দখলে লক্ষাধিক রুশ সেনার সমাবেশ: কিয়েভ

রাশিয়ার ড্রোন হামলার পর একটি ভবনে আগুন জ্বলতে দেখা যায়। খারকিভ, ইউক্রেন, ৭ জুনছবি: রয়টার্স

পূর্ব ইউক্রেনের কৌশলগত শহর পোকরোভস্ক দখলের চেষ্টা আরও জোরদার করছে রাশিয়া। এ জন্য সেখানে প্রায় ১ লাখ ১০ হাজার সেনা জড়ো করেছে তারা। গত শুক্রবার ইউক্রেনের সেনাবাহিনীর প্রধান ওলেক্সান্দার সিরস্কি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, পোকরোভস্কের আশপাশের ১ হাজার ২০০ কিলোমিটার এলাকা দীর্ঘ সম্মুখসারির মধ্যে সবচেয়ে ‘উত্তপ্ত স্থান’।

রুশ বাহিনী প্রায় এক বছর ধরে পোকরোভস্ক শহর দখলের চেষ্টা করছে। এ জন্য একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে। তবে সৈন্য ও অস্ত্রশস্ত্রে এগিয়ে থাকলেও তারা এখনো শহরটি দখল করতে পারেনি।

পোকরোভস্ক শহর দখল করা মস্কোর একটি কৌশলগত লক্ষ্য। কারণ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট করে বলে দিয়েছেন, তাঁর লক্ষ্য হলো দোনেৎস্ক এবং লুহানস্কের পুরো পূর্ব ইউক্রেনীয় অঞ্চল দখল করা। ইতিমধ্যে রুশ বাহিনী শহর দুটি আংশিকভাবে নিয়ন্ত্রণ করছে।

পোকরোভস্ক বড় কোনো শহর নয়। তবে এটি গুরুত্বপূর্ণ সরবরাহ সড়ক ও রেলপথের ওপর অবস্থিত, যা এই অঞ্চলের অন্যান্য সামরিক ঘাঁটির সঙ্গে সংযুক্ত। যুদ্ধ শুরুর আগে পোকরোভস্কে প্রায় ৬০ হাজার মানুষ বসবাস করতেন।