বেজোসের বিয়েতে যোগ দিতে ভেনিস পৌঁছেছেন বিল গেটস, কিম কার্ডাশিয়ানরা
মার্কিন ধনকুবের জেফ বেজোস ও সাবেক সাংবাদিক লরেন সানচেজের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। কয়েক দিন ধরেই ইতালির ভেনিস শহরে জাঁকজমকপূর্ণ আয়োজনের প্রস্তুতি চলছিল। গতকাল বৃহস্পতিবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় তিন দিনব্যাপী বিয়ের আনুষ্ঠানিকতা।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে ধনকুবের বিল গেটস, ব্রিটিশ অভিনেতা অরল্যান্ডো ব্লুম ও জর্ডানের রানি ইতিমধ্যে ভেনিসে পৌঁছেছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা অপরাহ উইনফ্রে, ক্রিনস জেনার ও কিম কার্ডাশিয়ানও যোগ দিয়েছেন বিয়েতে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও তাঁর জামাই জ্যারেড কুশনার গত মঙ্গলবার অনুষ্ঠানস্থলে পৌঁছান। তাঁরা ঘোরাঘুরি ও কেনাকাটা করে বাড়তি সময় কাজে লাগিয়েছেন।
শোবিজ, রাজনীতি ও আর্থিক জগতের ২০০ থেকে ২৫০ জন প্রথম সারির তারকার এই অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। অনেকে এটিকে ‘শতাব্দীর বিয়ে’ হিসেবে আখ্যা দিয়েছেন। বিয়েতে আনুমানিক ৫ কোটি মার্কিন ডলার খরচ হতে পারে।
তবে বিশ্বের অন্যতম সুন্দর শহর ভেনিসে এই বিয়ের আয়োজন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারীরা মনে করেন, ভেনিসকে অতিধনী বহিরাগতদের জন্য উপহার হিসেবে সাজিয়ে তোলা হয়েছে। তবে কেউ কেউ জাঁকজমকপূর্ণ ও ব্যয়বহুল এই বিয়ের আনন্দ উপভোগ করছেন।
গতকাল সন্ধ্যায় কানারেজিও জেলার একটি মধ্যযুগীয় গির্জা মাদোনা দেল’অর্তোয় জড়ো হন অতিথিরা। এই গির্জায় ১৬ শতকের বিখ্যাত চিত্রশিল্পী টিনটোরেটোর শ্রেষ্ঠ চিত্রকর্ম রয়েছে।
অতিথিদের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিতের জন্য স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে চারটা থেকে মধ্যরাত পর্যন্ত ওই এলাকায় হাঁটাচলা ও জলযান চলাচল নিষিদ্ধ করে শহর কর্তৃপক্ষ।
গত বুধবার একটি হেলিকপ্টারে করে ভেনিসে আসেন জেফ বেজোস (৬১) ও লরেন সানচেজ (৫৫)। তাঁরা বিলাসবহুল আমান হোটেলে উঠেছেন। তাঁদের কক্ষ থেকে গ্রান্ড ক্যানেলের দৃশ্য উপভোগ করা হয়। প্রতি রাতে এই কক্ষের ভাড়া ৪ হাজার ৬৮৬ ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫ লাখ ৮৫ হাজার টাকা প্রায়।
শুক্রবার সান জর্জিও নামের একটি ছোট দ্বীপে বেজোস ও সানচেজ বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। সিটি হলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইতালির আইনে এই অনুষ্ঠানের কোনো আইনি বৈধতা থাকবে না। তবে অনেকে ধারণা করছেন, এই দম্পতি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের আইন মেনে বিয়ে সেরে ফেলেছেন। এর মাধ্যমে তাঁরা ইতালিতে বিয়েসংক্রান্ত জটিল কাগজপত্র ও প্রশাসনিক ঝামেলা এড়াতে পারেন।
বিয়ের মূল আনুষ্ঠানিকতা শেষ হবে শনিবার। ওই দিন আর্সেনালের একটি হলে হবে মূল অনুষ্ঠান। এটি মূলত বড় একটি মধ্যযুগীয় জাহাজ নির্মাণ কারখানা ছিল। যা বর্তমানে পূর্ব কাস্তেলো জেলায় শিল্পকলা প্রদর্শনীর স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে।
এটি বেজোসের দ্বিতীয় বিয়ে। সমাজসেবী ম্যাকেঞ্জি স্কট তাঁর প্রথম স্ত্রী। ২০১৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়। সানচেজেরও এটি দ্বিতীয় বিয়ে। তাঁর সাবেক স্বামী প্যাট্রিক হোয়াইটসেল মেধাবী উদ্যোক্তাদের সহায়তাকারী প্রতিষ্ঠান ‘এন্ডেভার’-এর নির্বাহী চেয়ারম্যান। তাঁদেরও ২০১৯ সালে বিচ্ছেদ হয়।