চ্যাটজিপিটি বন্ধ করল ইতালি
জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি বন্ধ করে দিয়েছে ইতালি। দেশটির ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান গতকাল শুক্রবার এই পদক্ষেপ নিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এই অ্যাপের বিরুদ্ধে ব্যবহারকারীর উপাত্ত সুরক্ষা দিতে না পারা এবং ব্যবহারকারীর বয়স যাচাই করতে না পারার অভিযোগ আনা হয়েছে।
ইতালীয় উপাত্ত সুরক্ষা কর্তৃপক্ষ বলেছে, এই সিদ্ধান্তের ফলে ওপেনএআই ও ইতালীয় ব্যবহারকারীদের মধ্যকার উপাত্ত আদান-প্রদানের ওপর সাময়িক বিধিনিষেধ তাৎক্ষণিক কার্যকর হবে। একই সঙ্গে এ নিয়ে তদন্তও শুরু করেছে সংস্থাটি।
মাইক্রোসফটের সহযোগিতায় মার্কিন স্টার্টআপ ওপেনএআই চ্যাটজিপিটি তৈরি করে। এই চ্যাটবটটি জটিল প্রশ্নের উত্তর স্পষ্টভাবে দিতে পারে; কোড, সনেট কিংবা প্রবন্ধ লিখতে পারে। এমনকি কঠিন পরীক্ষা পাসে শিক্ষার্থীদের সাহায্য করতে পারে।
কিন্তু গত নভেম্বরে এই অ্যাপ নিয়ে বিতর্ক শুরু হয়। শিক্ষকদের আশঙ্কা, শিক্ষার্থীর প্রতারণার (নকল) কাজে এই চ্যাটবট ব্যবহার করতে পারে। আর ভুয়া তথ্য ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নীতিপ্রণেতারা।
ইতালির পর্যবেক্ষক সংস্থাটির মতে, অ্যাপটিতে ব্যবহারকারীর কথোপকথন ও অর্থ প্রদানসংক্রান্ত উপাত্ত সুরক্ষা লঙ্ঘনের বিষয়টি ২০ মার্চ নজরে আসে।
সংস্থাটি বলছে, প্ল্যাটফর্মটির কার্যক্রম পরিচালনায় অ্যালগরিদমকে উপযুক্তভাবে ব্যবহারের উদ্দেশ্যের কথা বলে গণহারে ব্যক্তিগত উপাত্ত সংগ্রহ ও মজুতের কোনো আইনি ভিত্তি নেই। এ ছাড়া ব্যবহারকারীদের বয়স যাচাই করার কোনো ব্যবস্থা না থাকায় অ্যাপটি ‘অপ্রাপ্তবয়স্কদের তাদের বিকাশ ও সচেতনতার মাত্রা তুলনায় একেবারে অনুপযুক্ত উত্তরগুলো দিতে পারে’।
ইতালীয় সংস্থাটি বলেছে, কর্তৃপক্ষের উদ্বেগ নিরসনে কী ব্যবস্থা নেওয়া হবে, সে জবাব দিতে কোম্পানিটি ২০ দিন সময় পাবে। অভিযোগ প্রমাণিত হলে কোম্পানিটিকে দুই কোটি ইউরো অথবা বার্ষিক আয়ের ৪ শতাংশ জরিমানা গুনতে হবে।