যুদ্ধে ইউক্রেনের ২৬২ জন খেলোয়াড় নিহত হয়েছেন, বললেন ক্রীড়ামন্ত্রী
ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী ভাদিম হুতসাইত বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ২৬২ জন ইউক্রেনীয় ক্রীড়াবিদ প্রাণ হারিয়েছেন। ৩৬৩টি ক্রীড়াকেন্দ্র ধ্বংস হয়ে গেছে। শুক্রবার ভাদিম হুতসাইত এসব কথা বলেছেন। শনিবার তিনি এসব কথা বলেছেন।
শনিবার ইউক্রেনে সফররত ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জিমন্যাস্টিকস-এর সভাপতি মরিনারি ওয়াতানাবের সঙ্গে বৈঠক করেন হুতসাইত। পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওয়েবসাইটে সে বৈঠকের আলোচ্য বিষয়গুলো তুলে ধরা হয়।
বৈঠকে হুতসাইত বলেছেন, রাশিয়ার কোনো খেলোয়াড়কে অলিম্পিক প্রতিযোগিতা কিংবা অন্য কোনো ক্রীড়া আসরে অংশ নিতে দেওয়া উচিত নয়। ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী আরও বলেন, ‘তারা (ক্রীড়াবিদেরা) সবাই এ যুদ্ধকে সমর্থন দিচ্ছে এবং এ যুদ্ধের সমর্থনে আয়োজিত ক্রীড়া আসরগুলোতে অংশ নিচ্ছে।’
ইতিমধ্যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সুপারিশ করেছে, রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের নিরপেক্ষ হিসেবে বিবেচনা করে ধীরে ধীরে আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোতে তাঁদের যেন অংশ নিতে দেওয়া হয়। তবে ২০২৪ সালে প্যারিস অলিম্পিকে তাঁদের অংশগ্রহণের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
শুক্রবার ইউক্রেন বলেছে, ২০২৪ সালের অলিম্পিক গেমসে যদি রাশিয়ার বিরুদ্ধে খেলতে হয় তাহলে নিজেদের খেলোয়াড়দের (ইউক্রেনীয়) সেখানে খেলার অনুমতি দেবে না ইউক্রেন।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ইউক্রেনের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছে।
ইউক্রেনে কতজন ক্রীড়াবিদ নিহত হয়েছেন, কতটি ক্রীড়াকেন্দ্র ধ্বংস হয়েছে, তার সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ অভিযান শুরুর পর ইউক্রেনের জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের অনেকে যুদ্ধে অংশ নেন।