ইরানের প্রেসিডেন্টকে পুতিনের ফোন

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি (বাঁয়ে) ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনছবি: এএফপি ফাইল ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোনে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে কথা বলেছেন। তিনি এ সময় সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়লে তা ‘বিপর্যয়কর পরিণতি’ বয়ে আনবে। ক্রেমলিন আজ মঙ্গলবার এ তথ্য জানায়।

ক্রেমলিন জানায়, পুতিন আশা প্রকাশ করেন, সব পক্ষই যুক্তিসংগত সংযম দেখাবে এবং পুরো অঞ্চলের জন্য বিপর্যয়কর পরিণতি বয়ে আনতে পারে, এমন মুখোমুখি অবস্থান থেকে দূরে থাকবে।

সপ্তাহের শেষ দিক থেকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। ইরান ও তার মিত্ররা ইসরায়েলে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালানোর পর এ উত্তেজনা তৈরি হয়।

মস্কো ও ইরানের মধ্যে ঘনিষ্ঠ সামরিক ও রাজনৈতিক সম্পর্ক রয়েছে। ক্রেমলিন জানায়, ইরানের অনুরোধেই পুতিন এই ফোন করেন।

ক্রেমলিন আরও বলেছে, দামেস্কে ইরানের কূটনৈতিক মিশনে ইসরায়েলের বিমান হামলার ঘটনাকে কেন্দ্র করেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। এর জবাবে ইরানের নেওয়া পদক্ষেপ নিয়ে ফোনে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।

আরও পড়ুন