চার্লসের রাজ্যাভিষেক: হাজার বছরের পুরোনো রীতির পাশাপাশি থাকছে ব্যতিক্রমও

রাজা তৃতীয় চার্লস ও কুইন অব কনসোর্টের মুখোশ পরেছেন ভক্তরা
ছবি: এএফপি

হাজার বছরের পুরোনো রীতি অনুযায়ী ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক রাজ্যাভিষেক হবে আজ। তবে পুরোনো রীতিতে হলেও এই অনুষ্ঠানে একবিংশ শতাব্দীর আধুনিকতার ছোঁয়াও থাকছে। ১৯৫৩ সালের পর এটি যুক্তরাজ্যে প্রথম এবং ১৮৩৮ সাল থেকে পঞ্চম রাজ্যাভিষেক অনুষ্ঠান।

অনুষ্ঠানে কখন কী হবে

গ্রিনিচ মান সময় বেলা ১১টার দিকে (বাংলাদেশ সময় বিকেল ৫টায়) চার্লসের মাথায় সেন্ট এডওয়ার্ডের রাজমুকুট পরানো হবে। খাঁটি সোনা দিয়ে তৈরি এ মুকুট রাজার কর্তৃত্বের প্রতীক।

লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবে গির্জায় বাঁশির সুর বাজানো হবে। দেওয়া হবে গান স্যালুট।

চার্লসের অভিষেক উদ্‌যাপনের অংশ হিসেবে গির্জাগুলোতে উচ্চ শব্দে ঘণ্টা বাজানো হবে। বিশেষ পোশাক পরা সেনারা পায়ে হেঁটে এবং ঘোড়ার পিঠে চড়ে লন্ডনের রাস্তায় সামরিক কুচকাওয়াজে অংশ নেবেন।

রাজা তৃতীয় চার্লস এবং তাঁর স্ত্রী ক্যামিলা গোল্ড স্টেট কোচ নামের ঘোড়ার গাড়িতে করে বাকিংহাম প্যালেসে ফিরে যাবেন। এরপর তাঁরা বাকিংহাম প্যালেসের বারান্দায় দাঁড়িয়ে বর্ণাঢ্য ‘ফ্লাই পাস্ট’ (বিমানের মহড়া) উপভোগ করবেন।

যা কিছু ব্যতিক্রম

১৯৩৭ সালের পর এটি টেলিভিশনে সম্প্রচারিত হতে যাওয়া প্রথম অভিষেক অনুষ্ঠান। রঙিন পর্দায় এবং অনলাইনে সম্প্রচার হতে যাওয়া প্রথম ব্রিটিশ রাজ্যাভিষেকও এটি।

রাজ্যাভিষেক অনুষ্ঠান হলো ধর্মীয়ভাবে রাজাকে স্বীকৃতি প্রদানের অনুষ্ঠান। শনিবার দুই ঘণ্টার ধর্মীয় আনুষ্ঠানিকতার বেশির ভাগেরই নেতৃত্ব দেবেন ক্যান্টারবুরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি। এ ধর্মীয় স্বীকৃতির রীতিটি ১০৬৬ সাল থেকে চলে আসছে। তবে পুরোনো রীতিগুলোর অনেকগুলো বহাল থাকলেও এবার চার্লসের রাজ্যাভিষেকে কিছু ব্যতিক্রম দৃশ্যও দেখা যাবে।

যেমন যুক্তরাজ্যের ইতিহাসে এবারই প্রথম কোনো রাজ্যাভিষেকে নারী বিশপেরা হাজির থাকবেন।

ব্রিটিশ রাজা হওয়ার সুবাদে চার্চ অব ইংল্যান্ডের সর্বোচ্চ গভর্নর চার্লস। তবে তাঁর মা রানি দ্বিতীয় এলিজাবেথের রাজ্যাভিষেকের সময়ের তুলনায় যুক্তরাজ্য এখন ধর্মীয় ও নৃতাত্ত্বিকভাবে অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ।

এ অভিষেক অনুষ্ঠানে সাধারণ মানুষদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁরা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও রাজা-রানিদের কাতারে বসে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।
জীববৈচিত্র্য ও টেকসই উন্নয়নের প্রতি চার্লসের আগ্রহের প্রতিফলন ঘটবে এ অনুষ্ঠানে।

স্কটল্যান্ড, ইংল্যান্ডসহ বিভিন্ন জায়গার মৌসুমি ফুল ও পাতা দিয়ে ওয়েস্টমিনস্টার অ্যাবেকে সাজানো হয়েছে।

অনুষ্ঠানে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে। ফুলকে তাজা রাখার জন্য ফোমের ব্যবহারও নিষিদ্ধ। অনুষ্ঠানে ব্যবহার হওয়া সব ফুল বৃদ্ধ ও অসহায় মানুষদের নিয়ে কাজ করা দাতব্য প্রতিষ্ঠানগুলোকে দান করা হবে।

আগের রাজ্যাভিষেক অনুষ্ঠানের পোশাক–পরিচ্ছদগুলো পুনর্ব্যবহার করা হবে।