জার্মানির হামবুর্গে গুলিতে দুজন নিহত

হামবুর্গে টহলরত পুলিশ সদস্য
ফাইল ছবি: রয়টার্স

জার্মানিতে গুলিবর্ষণের ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে বন্দরনগরী হামবুর্গে এ ঘটনা ঘটে। গুলিবর্ষণের কারণ অনুসন্ধান করছে জার্মান পুলিশ।

চলতি মাসে এ নিয়ে শহরটিতে দ্বিতীয়বার প্রাণঘাতী গুলিবর্ষণের ঘটনা ঘটল। চলতি মাসের শুরুর দিকের এক ঘটনায় আট ব্যক্তি প্রাণ হারান।

হামবুর্গের প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়েছে, নিহত দুই ব্যক্তির একজন সম্ভবত সন্দেহভাজন গুলিবর্ষণকারী। ধারণা করা হচ্ছে, তিনি একজনকে লক্ষ্য করে কয়েকবার গুলি চালানোর পর আত্মহত্যা করেছেন।

জার্মানির বিল্ড পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী, হামবুর্গের লাঙ্গেনহর্ন জেলায় শনিবার মধ্যরাতের দিকে গুলিবর্ষণের পর পুলিশকে ডাকা হয়। পুলিশ সেখানে দুটি ভবনের মাঝখান থেকে মরদেহ দুটি উদ্ধার করে।