হামলার মধ্যেই ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জাতিসংঘ দল

জাতিসংঘের পরিদর্শক দলটি সেখানে পৌঁছানোর ঘণ্টাখানেক আগেও গোলাবর্ষণের শব্দ পাওয়া গেছে।

কড়া নিরাপত্তার মধ্যে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছায় আইএইএর পরিদর্শক দলছবি: রয়টার্স

ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শক দল। আজ বৃহস্পতিবার দুপুরে দলের সদস্যরা সেখানে পৌঁছান। গোলাবর্ষণ ও দুই পক্ষের লড়াই চলার মধ্যেই জাতিসংঘের বিশেষজ্ঞ দল সেখানে গেল।

আইএইএ কয়েক মাস ধরে জাপোরিঝিয়ায় যাওয়ার চেষ্টা চালিয়ে আসছিল। শেষ পর্যন্ত গত সোমবার দলটি রওনা দেয়। জাতিসংঘের পরিদর্শক দলটি সেখানে পৌঁছানোর ঘণ্টাখানেক আগেও এনারহোডার শহরে গোলাবর্ষণের শব্দ পাওয়া গেছে।

এর আগে বৃহস্পতিবার সকালে রয়টার্সের খবরে বলা হয়েছিল, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে গোলাবর্ষণের কারণে জাতিসংঘের বিশেষজ্ঞ দলের পরিদর্শন ব্যাহত হচ্ছে। এ কারণে নির্ধারিত সময়ে সেখানে যেতে পারেননি তাঁরা। সফররত বিশেষজ্ঞ দলের প্রধান বলেছিলেন, বিদ্যুৎকেন্দ্রের ক্ষয়ক্ষতি মূল্যায়ন করতে চান তাঁরা।

গোলাবর্ষণের মাধ্যমে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সফর বানচাল করার চেষ্টা করা হচ্ছে বলে একে অপরকে দোষারোপ করছে রাশিয়া ও ইউক্রেন। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি বর্তমানে রুশ বাহিনীর দখলে আছে। তাদের নিয়ন্ত্রণে থেকেই ইউক্রেনের প্রকৌশলীরা সেখানে কাজ করে যাচ্ছেন।

ইউরোপের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি গত মার্চ থেকে রাশিয়ার দখলে আছে। এর আশপাশে গোলা নিক্ষেপের জন্য একে অপরকে দায়ী করে আসছে রাশিয়া ও ইউক্রেন। এ অবস্থায় চেরনোবিলের মতো রেডিয়েশন দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইউক্রেনের পরমাণু কোম্পানি এনারগোয়াটম জানায়, বৃহস্পতিবার সকালে আইএইএর প্রতিনিধিদল বিদ্যুৎকেন্দ্রের চেক পয়েন্ট থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে প্ল্যান্টে নিরাপদে প্রবেশ করবেন তাঁরা।

এর আগে এনারগোয়াটম বলেছিল, রাশিয়ান সেনাদের গোলাবর্ষণের কারণে বিদ্যুৎকেন্দ্রটির দুটি প্রধান রিয়েক্টর বন্ধ করে দেওয়া হয়। অপরদিকে মস্কোর দাবি, কেন্দ্রটির নিয়ন্ত্রণ নিতে ইউক্রেনীয় বাহিনীর চেষ্টা নস্যাৎ করে দিয়েছে তারা।

জাপোরিঝিয়া জেলায় রাশিয়া নিয়ন্ত্রিত গভর্নর ইয়েভজেনি বালিৎস্কি বলেছেন, এনারহোডা শহরে ইউক্রেন বাহিনীর গোলাবর্ষণে তিনজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় তিনটি কিন্ডারগার্টেন ও একটি সাংস্কৃতিক কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। গতকাল ভোরে শহরের বিদ্যুৎ-সংযোগও বন্ধ ছিল বলে জানান তিনি।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, বিদ্যুৎকেন্দ্রটি নিরাপদে পরিচালনা নিশ্চিত করতে মস্কো সবকিছু করেছে। পাশাপাশি আইএইএ প্রতিনিধিদল যেন নির্বিঘ্নে কেন্দ্রটি পরিদর্শন করতে পারে, সে বিষয়টিও তাদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আইএইএ প্রতিনিধিদলকে সহায়তা করতে মস্কোর আগ্রহের কথা জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

আরও পড়ুন

এদিকে আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি জাপোরিঝিয়া বিদ্যুৎকেন্দ্র থেকে ৫৫ কিলোমিটার দূরে অবস্থানকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এলাকাজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ার বিষয়টি নিয়ে তাঁরা সতর্ক বলে জানান তিনি। তা সত্ত্বেও বিদ্যুৎকেন্দ্রটি পরিদর্শন করে সেখানে নিয়োজিত কর্মীদের সঙ্গে কথা বলবেন। তিনি আরও বলেন, ‘এত দূর এসে আমরা আর থেমে যাব না।’

আরও পড়ুন