স্পাইডারম্যান চরিত্রটির কথা নিশ্চয়ই মনে আছে। মাকড়সার মতোই সুউচ্চ ভবন বেয়ে অনায়াসে উঠে যেতে পারে হলিউডের চলচ্চিত্রের এই সুপারহিরো। তবে কমিক বই কিংবা চলচ্চিত্রের পর্দা ছাপিয়ে এবার বাস্তবে স্পাইডারম্যানের দেখা পাওয়া গেছে। তবে সেটা যুক্তরাষ্ট্রে নয়, ফ্রান্সের রাজধানী প্যারিসে।
বাস্তবের এ স্পাইডারম্যানের নাম অ্যালেক্সিস ল্যামডট। বয়স ২২ বছর। প্যারিসের সুউচ্চ মারকুরিয়েলস টাওয়ার বেঁয়ে উঠে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। ১২২ মিটার উঁচু ভবনটির গা বেয়ে ওঠার সময় নিরাপত্তার জন্য কোনো ধরনের রশি অ্যালেক্সিসের সঙ্গে ছিল না। সুপারহিরো স্পাইডারম্যানের মতো খালি হাতে, কোনো ধরনের নিরাপত্তাব্যবস্থা ছাড়াই ভবনটি বেয়ে উঠেছেন বাস্তবের এ স্পাইডারম্যান।
অ্যালেক্সিসের ভবন বেয়ে ওঠার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তিনি নিজেই ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বাস্তব জীবনে অসম্ভবকে সম্ভব করার দিন। আমি চ্যালেঞ্জ গ্রহণ করেছি এবং করে দেখিয়েছি। বেশ শীত পড়লেও এটা দারুণ একটি দিন ছিল।’
ইনস্টাগ্রামের ছয় লাখের বেশি ব্যবহারকারী ভিডিওটি দেখেছেন। অনেকেই প্রশংসায় ভাসিয়েছেন অ্যালেক্সিসকে। অনেকে তাঁর এ কাণ্ডে অবাক হয়েছেন। কমেন্টে একজন লিখেছেন, ‘এটা প্রশংসনীয়।’ অন্য একজন সতর্ক করে লিখেছেন, ‘দয়া করে এমন কাজ বারবার করবেন না। এটা আপনার জীবন সংশয়ের কারণ হতে পারে।’
তবে অ্যালেক্সিস যে এবারই প্রথম নিরাপত্তাব্যবস্থা ছাড়া সুউচ্চ ভবন বেয়ে উঠলেন, তা নয়। এর আগে তিনি একই ভাবে প্যারিসের সুউচ্চ লা ডিফেন্স টাওয়ার ও মনপারনাসি টাওয়ার বেয়ে উঠে আলোচনার জন্ম দিয়েছিলেন। তখন থেকেই অ্যালেক্সিস পরিচিতজনদের কাছে ‘বাস্তবের স্পাইডারম্যান’ হিসেবে খ্যাতি পান। এবার অর্জনের নতুন আরেকটি পালক যুক্ত হয়েছে তাঁর মুকুটে।