ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, বিভিন্ন শহরে সর্বোচ্চ সতর্কতা
ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত। ইতালিতে অতিরিক্ত গরমে একজনের মৃত্যু হয়েছে, স্পেনে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন আরও দুজন। বুধবার জার্মানিতে বছরের অন্যতম উষ্ণতম দিন ছিল। এদিন দাবানলের ঝুঁকিও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
দাবানলের শঙ্কায় জার্মানির ব্র্যান্ডেনবুর্গ রাজ্যের এলবে-এলস্টার-জেলক্রাইস জেলার ‘ক্লেইনবাহরেন’ বনাঞ্চল থেকে মঙ্গলবার ৫২ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার দেশটির উত্তর সাগর উপকূলীয় অঞ্চল ছাড়া সারা দেশে তাপপ্রবাহ ও চরম গরমের জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দিনের বেলা তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
জুলাইয়ের শুরুতে পশ্চিম ও দক্ষিণ ইউরোপের দেশগুলো চরম তাপপ্রবাহে আক্রান্ত হয়েছে। এখন তা ধীরে ধীরে উত্তরের দিকে ছড়িয়ে পড়ছে। আবহাওয়াবিদদের মতে, বুধবার তাপপ্রবাহ চূড়ান্ত অবস্থায় পৌঁছালে ঠান্ডা বায়ুপ্রবাহ আসতে পারে, তবে এর সঙ্গে বজ্রঝড়ের ঝুঁকিও থাকবে।
জার্মানির আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ জার্মানিতে বুধবার বজ্রঝড় হতে পারে। এর সঙ্গে ঝোড়ো হাওয়া, প্রবল বৃষ্টিপাত ও শিলাবৃষ্টি থাকবে। বিকেল থেকে এই ঝড় বেলজিয়াম ও নেদারল্যান্ডস হয়ে উত্তর-পশ্চিম জার্মানিতে ছড়িয়ে পড়তে পারে। আল্পস পার্বত্য অঞ্চল ইতিমধ্যে ঝড়ে আক্রান্ত হয়েছে।
তীব্র তাপমাত্রার কারণে ইউরোপের বিভিন্ন দেশে এরই মধ্যে প্রাণহানির ঘটনা ঘটছে। ইতালির উত্তরাঞ্চলের বারগামো শহরে বুধবার ভোরে ৭০ বছর বয়সী এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমের কারণে তাঁর মৃত্যু হয়েছে। একই সঙ্গে তাপপ্রবাহের কারণে শহরটিতে বড় ধরনের বিদ্যুৎ–বিভ্রাট দেখা দেয়। অনেক এলাকায় ট্রাফিক সিগন্যাল বন্ধ হয়ে যায়, বিদ্যুৎহীন হয়ে পড়ে কেন্দ্রীয় শহর, আবাসিক এলাকা ও বাণিজ্যিক অঞ্চল। রোমের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সামনের দিনগুলোতে ইতালিতে তাপমাত্রা আরও বাড়বে।
স্পেনের কাতালোনিয়ার ল্লেইদা প্রদেশের ‘লা সেগার্রা’ পৌরসভায় অবস্থিত টোরেফেটায় মঙ্গলবার বড় ধরনের অগ্নিকাণ্ডে দুজন নিহত হন। বার্সেলোনা থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভালস শহরে এক বাবা দুই বছর বয়সী শিশুকে ভুলবশত গাড়িতে ফেলে রাখলে অতিরিক্ত গরমে শিশুটির মৃত্যু হয়।
ফ্রান্সের রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার প্যারিসে তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরে এবং বুধবার তা আরও বাড়বে বলে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। জনস্বাস্থ্য রক্ষায় প্যারিসের পার্ক ও পাবলিক সুইমিংপুল দীর্ঘ সময় খোলা রাখা হয়েছে এবং পর্যটকদের জন্য আইফেল টাওয়ারের চূড়ায় যাওয়া সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।