ভুল করে নিজেদের শহরেই হামলা চালাল রুশ যুদ্ধবিমান

ভুল করে চালানো হামলায় চারটি অ্যাপার্টমেন্ট ও চারটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০ এপ্রিল, বেলগোরদ, রাশিয়া
ছবি: এএফপি

ইউক্রেনে হামলা চালাতে গিয়ে ভুলক্রমে নিজেদের একটি শহরে বোমা ফেলেছে রাশিয়ার যুদ্ধবিমান। এতে আহত হয়েছেন দুজন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বেলগোরদ শহরে এ ঘটনা ঘটে। এ রুশ শহর ইউক্রেনের সীমান্তবর্তী।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় গতকাল শহরটিতে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের কেন্দ্রস্থলে ২০ মিটার (৬৫ ফুট) গভীর একটি গর্ত হয়েছে। এতে আহত হয়েছেন দুই নারী।

আরও পড়ুন

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে সীমান্তলাগোয়া এ শহরের ওপর দিয়ে রাশিয়ার যুদ্ধবিমান উড়ে যায়। ইউক্রেনের ভূখণ্ডে হামলায় অংশ নেয়। তবে এর আগে শহরটিতে এমন ঘটনা ঘটেনি।

বেলগোরোদ অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাদকভ মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানান, বিস্ফোরণে চারটি অ্যাপার্টমেন্ট ও চারটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। তদন্তকারী ও জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও পড়ুন

ভ্যাচেস্লাভ গ্ল্যাদকভ ও বেলগোরোদ শহরের মেয়র ভ্যালেন্তিন দেমিদভ হামলায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও গাড়ির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।

স্থানীয় কর্তৃপক্ষ এ ঘটনাকে ‘বিস্ফোরণ’ হিসেবে উল্লেখ করেছে। তবে এর পেছনের কারণ সম্পর্কে কিছু জানায়নি। পরবর্তী সময়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভুলবশত একটি রুশ সু-৩৪ যুদ্ধবিমান থেকে ওই শহরে ‘বিস্ফোরক’ ফেলা হয়েছে।

আরও পড়ুন