বাংলাদেশ-জার্মানির মধ্যে বাণিজ্য সহযোগিতা বাড়ছে

বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক এরিখ কুর্জভাইল। বার্লিন, জার্মানি, ১৮ এপ্রিলছবি: প্রথম আলো

দ্রুত উন্নয়নশীল অঞ্চলে বাংলাদেশ এখন জার্মানির জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদার। দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য দিন দিন বাড়ছে।
বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছর পূর্তি উপলক্ষে জার্মানির বার্লিনে এক অনুষ্ঠানে এ কথা উঠে আসে। বৃহস্পতিবার বার্লিনের বেবলপ্লাজ সংলগ্ন হোটেল ডি রোমের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে জার্মানিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

অনুষ্ঠানে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় নীতি, দক্ষিণ এশিয়া ও আফগানিস্তান) এরিখ কুর্জভাইল বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন। তিনি রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে সহযোগিতা ও শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা রাখার কথা উল্লেখ করেন। পাশাপাশি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে আফগানিস্তানের নারীদের শিক্ষার সুযোগের প্রশংসা করেন।

এরিখ কুর্জভাইল আরও বলেন, বাংলাদেশ এখন জার্মানির জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদার। বর্তমানে জার্মানি ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বেড়েছে।

জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া উদ্বোধনী বক্তব্যে অতিথিদের স্বাগত জানান। এ সময় বাংলাদেশ-জার্মানির দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা নিয়ে কথা বলেন তিনি। দেশ দুটির মধ্যে ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত।

অনুষ্ঠানে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেস্কের গিহর্গ ক্লুসম্যান ও লরেঞ্জ স্টেটম্যাটার। এ ছাড়া জার্মানির বিভিন্ন শহর থেকে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার শিক্ষক, গবেষক, সাংবাদিক, ব্যবসায়ী, মুক্তিযুদ্ধের সময়কার শুভাকাঙ্ক্ষী, সাবেক ও বর্তমান কূটনীতিক এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা যোগ দেন।

আলোচনা সভার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নৃত্য পরিবেশন করেন অদিতি গুপ্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার জাবেদ ইকবাল। অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।

সাম্প্রতিক বছরে জার্মান বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। প্রতিবছর ছাত্র এবং তরুণ বিজ্ঞানীদের জন্য বৃত্তি দিচ্ছে জার্মানি। জার্মানির কেন্দ্রীয় পরিসংখ্যান অফিসের তথ্য অনুযায়ী, জার্মানিতে প্রায় ৩৫ হাজার বাংলাদেশি বসবাস করছেন।