যুদ্ধ বন্ধে মার্কিন নিরাপত্তার প্রতিশ্রুতি চান জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিছবি: এএফপি

যুক্তরাষ্ট্র যদি কিয়েভকে নিরাপত্তা নিশ্চয়তা দেয়, তবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ হওয়ার বিষয়টি কার্যকর হতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত রোববার যুক্তরাষ্ট্রের লেক্স ফ্রিডম্যানের পডকাস্টে এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করবেন। এরপর ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের আশা করছেন জেলেনস্কি। সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ট্রাম্প রাশিয়াকে যুদ্ধ বন্ধ করতে চাপ দেবেন—এমনটার প্রত্যাশা করছেন ইউক্রেনীয়রা। এ ছাড়া তিনি বলেন, ওয়াশিংটন যদি পশ্চিমা সামরিক জোট ন্যাটো ছেড়ে যায়, তবে রাশিয়া ইউরোপেও আক্রমণ চালাবে।

ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরার ঘটনায় তিন বছর আগে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক সমাধানের পথ খুলেছে। তবে কিয়েভের আশঙ্কা, দ্রুত শান্তিচুক্তি করতে গেলে তার বড় ধরনের মূল্য দিতে হবে। তিন ঘণ্টার সাক্ষাৎকারে জেলেনস্কি ইউক্রেনকে ন্যাটোর সদস্য করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা নিশ্চয়তা চান।

এদিকে গতকাল সোমবার রাশিয়া দাবি করেছে, তারা ইউক্রেনের পূর্বাঞ্চলে আরও অগ্রসর হয়েছে। এদিকে রুশ ব্লগাররা বলছেন, রাশিয়ার ভেতরে কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় হামলা প্রতিহত করার চেষ্টা চালাচ্ছেন রুশ সেনারা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা কুরাকভ নামের একটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে, যা ইউক্রেনের গুরুত্বপূর্ণ পোকরোভস্ক শহর থেকে ২০ কিলোমিটার দক্ষিণে।

তিন বছরের বেশি সময় ধরে লড়াইয়ে ইউক্রেনের এক–পঞ্চমাংশ এলাকার নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী। অন্যদিকে ইউক্রেনের সেনারা কুরস্ক অঞ্চলের বেশ কিছু এলাকার নিয়ন্ত্রণ ধরে রেখেছেন। এ বছরে দুই পক্ষই শান্তিচুক্তির জন্য প্রস্তুতি নিতে শুরু করায় এই অঞ্চলগুলো দর–কষাকষির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই দুই পক্ষই নিজেদের অবস্থান জোরদার করতে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে আসছেন, তিনি ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ শেষ করবেন। কিন্তু কীভাবে তিনি দ্রুত এ যুদ্ধ শেষ করতে চান, তা বিস্তারিত জানাননি।

কিয়েভের দাবি, রাশিয়ার হয়ে কুরস্ক অঞ্চলে উত্তর কোরিয়ার ১১ হাজার সেনা লড়াই করছেন। রাশিয়ার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত বা প্রত্যাখ্যান কোনোটাই করা হয়নি।