ইউক্রেনের এক–তৃতীয়াংশ মানুষ যুদ্ধের ভয়ে পালিয়েছেন: জাতিসংঘ

গত ২৪ ফেব্রুয়ারি রুশ হামলার পর ইউক্রেনের ক্ষতিগ্রস্ত বেসামরিক নাগরিকেরা নিরাপদ আশ্রয়ের উদ্দেশে রওনা হয়েছেন
ছবি: এএফপি

যুদ্ধের কারণে চরম সংকটের মধ্যে রয়েছে ইউক্রেনের বাসিন্দারা। যুদ্ধের ভয়াবহতা এড়াতে অনেকে পালাচ্ছেন দেশ ছেড়ে। অনেকেই আবার ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিচ্ছেন দেশের অন্যত্র। জাতিসংঘ বলছে, যুদ্ধের ভয়ে বাস্তুচ্যুত হওয়া এই ইউক্রেনীয়দের সংখ্যা প্রায় ১ কোটি ৪০ লাখ, যা দেশটির মোট জনসংখ্যার এক–তৃতীয়াংশের বেশি। খবর আল–জাজিরার।

ইউক্রেনের জনসংখ্যা প্রায় ৪ কোটি ১০ লাখ। জার্মানিতে নিযুক্ত জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রতিনিধি ক্যাথারিনা লাম্প বলেন, এর মধ্যে ৭৯ লাখের বেশি মানুষ দেশটি ছেড়ে পালিয়েছেন। আর দেশের ভেতরেই অন্যত্র চলে গেছেন, ৫৯ লাখ মানুষ।

ইউএনএইচসিআরের দেওয়া হিসাব অনুযায়ী, গত বছরের ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইউক্রেন থেকে সবচেয়ে বেশি মানুষ পাড়ি জমিয়েছেন প্রতিবেশী দেশ পোল্যান্ডে। এ ছাড়া রাশিয়া, হাঙ্গেরি, রোমানিয়া, স্লোভাকিয়া, মলদোভা ও বেলারুশে বিপুল পরিমাণ ইউক্রেনীয় আশ্রয় নিয়েছেন।

এদিকে ইউক্রেনে বিগত মাসগুলোয় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। হামলার মূল লক্ষ্যবস্তু করা হয়েছে দেশটির বিদ্যুৎ অবকাঠামোগুলো। ফলে ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা প্রায় ধসে পড়েছে। অনেক এলাকা দিনের বড় একটা সময় থাকছে বিদ্যুৎবিচ্ছিন্ন। এমন পরিস্থিতিতে চরম শীতের মধ্যে মহাসংকটে পড়েছেন রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের মানুষ।