নিজ ব্যয়ে যুক্তরাজ্যে হ্যারির নিরাপত্তার আবেদন খারিজ

প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেল
ফাইল ছবি: রয়টার্স

নিজের খরচে যুক্তরাজ্যে পুলিশি নিরাপত্তা চেয়ে করা মামলায় হেরে গেছেন প্রিন্স হ্যারি। গতকাল মঙ্গলবার লন্ডন হাইকোর্ট এ রায় দেন। প্রিন্স হ্যারি যুক্তরাজ্যে থাকা অবস্থায় নিজ অর্থ ব্যয় করে এই নিরাপত্তা চেয়েছিলেন। তবে দেশটির স্বরাষ্ট্র দপ্তর হ্যারির এ আবেদন

নাকচ করে দেওয়ার পর আদালতের শরণাপন্ন হয়েছিলেন তিনি।

যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের কনিষ্ঠ পুত্র প্রিন্স চার্লস। মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলকে বিয়ে করার পর রাজপরিবারের দায়িত্ব থেকে সরে যান। রাজপরিবার থেকে অব্যাহতি নেওয়ায় প্রত্যাহার করা হয় তাঁর রাজকীয় নিরাপত্তারক্ষী। ২০২০ সালে সস্ত্রীক যুক্তরাষ্ট্রে থিতু হন তিনি।