গুপ্তচরবৃত্তির অভিযোগে এস্তোনিয়ায় রাশিয়ার অধ্যাপক গ্রেপ্তার

ভিচেস্লাভ মোরোজভছবি: এক্স থেকে নেওয়া

গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ার এক অধ্যাপককে গ্রেপ্তার করেছে এস্তোনিয়া কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ভিচেস্লাভ মোরোজভ নামের ওই শিক্ষক এস্তোনিয়ার তারতু বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক রাজনৈতিক তত্ত্বের অধ্যাপক। ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে এবং তাঁকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান টুমাস আসের এ তথ্য নিশ্চিত করেছেন।

সরকারি সম্প্রচারমাধ্যম ইআরআর-এর প্রতিবেদনে বলা হয়েছে, ৩ জানুয়ারি এস্তোনিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা (আইএসএস) ভিয়াচেস্লাভ মোরোজভকে আটক করে। তবে তাঁকে গ্রেপ্তারের খবরটি গতকালই প্রথম প্রকাশ করা হয়।

আইএসএসর মহাপরিচালক মারগো পাল্লোসন সম্প্রচারমাধ্যম ইআরআর-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, দেশে গেলে মোরোজভ রুশ গোয়েন্দা সংস্থাকে তথ্যগুলো জানিয়ে দিতেন।

মোরোজভ রুশ গোয়েন্দা কর্মকর্তাদের কী কী তথ্য দিতেন, তা জানাননি পাল্লোসন। তবে নিরাপত্তা সংস্থার চাপে পড়ে রাশিয়ায় ভ্রমণ নিয়ে এস্তোনিয়ার নাগরিকদের সতর্ক করেছেন তিনি।

অধ্যাপক মোরোজভ একসময় তারতু বিশ্ববিদ্যালয়ে রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়ন–সংক্রান্ত বিষয় পড়াতেন। রাশিয়ার রাজনৈতিক পরিচয় ও পররাষ্ট্র নীতিমালা নিয়ে গবেষণার কারণে তিনি বেশ সুপরিচিত। তিনি ইউক্রেনে রাশিয়ার অভিযানের নিন্দা জানালেও অভিযানের বিরুদ্ধে থাকা মানুষদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন রাশিয়ার সঙ্গে সম্পর্ক চিরতরে ছিন্ন না করে।

তারতু বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অধ্যয়ন বিভাগের প্রধান ক্রিস্টিনা টনিসন বলেন, ‘বলা চলে, এটা আমাদের সবার জন্য একটা ধাক্কা। আমাদের আস্থা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। আমরা নিশ্চিত করে বলতে পারি, ভিয়াচেস্লাভ মোরোজভকে তাঁর আগের কাজকর্ম নিয়ে জিজ্ঞাসাবাদের সুযোগ আমাদের নেই। তবে নতুন করে যেসব তথ্য জানা গেছে, তার আলোকে বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করা জরুরি।’

টনিসন দাবি করেছেন, তিনি ১১ জানুয়ারি মোরোজভের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তার আট দিন আগে মোরোজভ পুলিশের হাতে আটক হন।

এস্তোনিয়া বারবারই অভিযোগ করে আসছে যে রাশিয়া বাল্টিক রাষ্ট্রগুলোকে আবারও নিজেদের বলয়ে ফেরাতে চাইছে।