জার্মানির হামবুর্গ শহরের প্রার্থনালয়ে হামলাকারীর নাম ফিলিপ এফ (৩৫)। শহরের আলস্টারডর্ফ ও গ্রোস বর্সটেল অঞ্চলের সীমানায় অবস্থিত জিহোবার সাক্ষি সম্প্রদায়ের প্রার্থনালয়ে মেশিনগান নিয়ে হামলা চালান তিনি। এই হামলাকারীও একসময় ‘জিহোবার সাক্ষি’ বিশ্বাসের অনুসারী ছিলেন।

হামবুর্গের পুলিশ স্থানীয় সময় আজ শুক্রবার দুপুরে এসব কথা জানিয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি একাই ওই হামলা চালিয়েছেন। পুলিশের অপরাধীর নথিতে তাঁর নাম ছিল না। হামলায় তিনি একাধিক ম্যাগাজিন ব্যবহার করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত হামলায় আটজন নিহত হয়েছেন।

হামলাকারী ফিলিপ এফ জার্মানির দক্ষিণাঞ্চলের অলগাউয়ের কাছে কেম্পটেন এলাকায় ইভাঞ্জেলিক্যাল পরিবারে বেড়ে ওঠেন। তিনি ব্যবসায় প্রশাসনে পড়াশোনা করে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে চাকরি করেছেন।

হামবুর্গের স্বরাষ্ট্রবিষয়ক সিনেটর অ্যান্ডি গ্রোট আজ এক সংবাদ সম্মেলনে জনিয়েছেন, ‘আমাদের শহরের সাম্প্রতিক ইতিহাসে এটা নৃশংসতম হামলা। পুলিশ তাৎক্ষণিকভাবে তৎপরতা চালিয়ে আরও প্রাণহানি ঠেকাতে সক্ষম হয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর কারণে হামলাকারী ওপরের তলায় পালিয়ে গিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করে।’

নিহত ব্যক্তিদের মধ্যে দুই নারী ও চারজন পুরুষ রয়েছেন। এ ছাড়া ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারী গুলিবিদ্ধ হন। তিনি বেঁচে গেলেও অনাগত নবজাতক মারা যায়।
হামবুর্গের পুলিশপ্রধান মার্টিন মেয়ার জানিয়েছেন, হামলাকারী গত বছরের ডিসেম্বরে তাঁর বন্দুকের লাইসেন্স পান। পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপের ফলে অনেক মানুষের প্রাণ বেঁচে যায়।

হামবুর্গে বন্দুক হামলায় নিহতের ঘটনায় জামার্নির চ্যান্সেলর ওলাফ শলৎজ শোক প্রকাশ করেছেন। জার্মানিতে জিহোবার সাক্ষি সম্প্রদায়ের প্রায় দুই লাখ অনুসারী বাস করেন।