পরবর্তী শান্তি আলোচনার জন্য রাশিয়ার কাছে প্রস্তাব পাঠিয়েছেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভে সংবাদ সম্মেলনে, ১৯ মে ২০২৫ছবি: রয়টার্স

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আগামী সপ্তাহে আরেক দফা শান্তি আলোচনার জন্য আমরা মস্কোর কাছে প্রস্তাব পাঠিয়েছি। আমরা যুদ্ধবিরতির আলোচনাকে দ্রুত এগিয়ে নিতে চাই।’ গতকাল শনিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

গত পাঁচ মাসে তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে দুই দফা বৈঠক হয়েছে। এসব বৈঠকে মূলত বন্দিবিনিময় নিয়ে সিদ্ধান্ত হয়েছে। কিন্তু প্রায় সাড়ে তিন বছর ধরে চলা যুদ্ধ থামানোর আলোচনায় অগ্রগতি হয়নি।

ভাষণে জেলেনস্কি বলেন, যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় সবকিছু করা উচিত। রাশিয়াকে সিদ্ধান্ত গ্রহণ এড়িয়ে চলা বন্ধ করতে হবে।

জেলেনস্কি জানান, ইউক্রেনের প্রতিনিধিদলের প্রধান রুস্তেম উমেরভ রাশিয়ার কাছে পরবর্তী বৈঠকের প্রস্তাব পাঠিয়েছেন। তবে বৈঠকের বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী উমেরভকে গত সপ্তাহে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাঁকেই আলোচনায় গতি আনার দায়িত্ব দেওয়া হয়েছে।

ইউক্রেনের পূর্ব দিকের দোনেৎস্ক অঞ্চলে রুশ বাহিনী টানা হামলা চালিয়ে যাচ্ছে। মস্কো বারবার বলছে, তারা নতুন করে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে। কিন্তু কিয়েভ ও তার মিত্রদের অভিযোগ, রাশিয়া এখনো যুদ্ধ থামাতে প্রস্তুত নয়; বরং যুদ্ধে নিজের ‘সর্বোচ্চ লক্ষ্য’ অর্জনের জন্য তারা মরিয়া হয়ে উঠেছে।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রাশিয়াকে একধরনের হুঁশিয়ারি দিয়েছেন। ইউক্রেনের শহরগুলোতে রুশ বিমান হামলা বাড়ায় চলতি মাসের শুরুতে ট্রাম্প বলেন, ৫০ দিনের মধ্যে শান্তিচুক্তিতে সম্মত না হলে রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।