পাল্টাপাল্টি ড্রোন হামলা

ইউক্রেন বলেছে, তারা অন্তত ১৫টি ড্রোন ভূপাতিত করেছে। মস্কোর দাবি, তারা সাতটি ড্রোন বিধ্বস্ত করেছে।

রাশিয়ার ড্রোন হামলায় বিধ্বস্ত ভবন। গত বুধবার ইউক্রেনের রাজধানী কিয়েভে
ছবি: এএফপি

রাশিয়া ও ইউক্রেনে পাল্টাপাল্টি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, তাঁরা অন্তত ১৫টি ড্রোন ভূপাতিত করেছেন। অন্যদিকে মস্কোর দাবি, তারা সেখানে সাতটি ড্রোন বিধ্বস্ত করতে পেরেছে।

গতকাল বৃহস্পতিবার দেশ দুটির পক্ষ থেকে এসব দাবি করা হয়। ইউক্রেনের দাবি, রাজধানী কিয়েভের ওপর বুধবার দিবাগত রাতে ড্রোন হামলা চালানো হয়েছে। দীর্ঘদিন পর এটি কিয়েভে দ্বিতীয় এমন কোনো হামলার ঘটনা।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী মস্কো থেকে ১২৪ মাইল দক্ষিণ-পশ্চিমের কালুগা অঞ্চলে ড্রোন হামলা হয়। তারা একে মস্কোকে লক্ষ্য করে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করে।

এক টেলিগ্রাম বার্তায় কালুগার গভর্নর ব্যাচেস্লাভ শাপশা সাতটি ড্রোন ভূপাতিত করার কথা নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে তিনি জানান। এর আগে গত মঙ্গলবার মস্কোর একটি ভবনে ড্রোন হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, সেটি ছিল ওই সপ্তাহে একই ধরনের দ্বিতীয় কোনো ড্রোন হামলার ঘটনা। রাশিয়া–ইউক্রেন যুদ্ধ দ্বিতীয় বছরে এসে পৌঁছেছে। মস্কোর দাবি, এ সময়ে তাদের বিভিন্ন অঞ্চল ও শহরে অনেক ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

এর আগে গত রোববার রাশিয়ার প্রতি সতর্ক বার্তা দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর ভাষ্য ছিল, যুদ্ধ রাশিয়াতেও ঢুকছে। দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনা ও সামরিক ঘাঁটিগুলো হামলার লক্ষ্যবস্তু হচ্ছে।

এদিকে ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, বুধবারের হামলায় তাদের সেখানেও কোনো স্থাপনা ধ্বংস বা কারও হতাহতের ঘটনা ঘটেনি। তবে কারা এই হামলার সঙ্গে জড়িত, কিয়েভ তা পরিষ্কারভাবে উল্লেখ করেনি।

কিয়েভ শহরের সামরিক প্রশাসনের প্রধান সার্জিও পপকো বলেন, তাঁদের বিমানবাহিনী অন্তত ১৫টি ড্রোন হামলাকে লক্ষ্যচ্যুত করতে পেরেছে। পাশাপাশি তারা এসব ড্রোন ভূপাতিতও করতে সক্ষম হয়েছে। তিনি জানান, তিন ঘণ্টা ধরে ইরানের তৈরি শাহেদ ড্রোন দিয়ে ওই হামলা চালানো হয়েছিল।

ইউক্রেন এই হামলার জন্য সরাসরি রাশিয়ার নাম না বললেও আদতে তারা রাশিয়ার কথাই বুঝিয়েছে। কারণ, ইরানের তৈরি শাহেদ ড্রোন চলতি ইউক্রেন যুদ্ধে রাশিয়া ব্যবহার করে আসছে।

পপকো বলেন, বুধবার দিবাগত রাতের ওই ড্রোন হামলাসহ এ পর্যন্ত ৮২০ বার কিয়েভে আকাশপথে হামলার ঘটনা ঘটে।