লন্ডনে বাসাভাড়া বৃদ্ধির রেকর্ড, মাসে ৩ লাখ টাকার বেশি খসছে ভাড়াটেদের

লন্ডনের একটি আবাসিক এলাকায় নতুন ভবন
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বাসাভাড়া বরাবরই চড়া। তবে গত বছরের শেষের দিকে এই ভাড়া আরও বেড়েছে। ভাড়া বৃদ্ধি ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড। স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের খবর বলছে, লন্ডনের বাড়িওয়ালারা ভাড়া বাবদ প্রায় চার লাখ টাকা (তিন হাজার পাউন্ড) পর্যন্ত চাইছেন। বিশেষজ্ঞদের শঙ্কা, ভবিষ্যতে এই ভাড়া আরও বাড়তে পারে।

সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়া–ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে যুক্তরাজ্যের অর্থনীতিও তেমন একটা ভালো নেই। দিন দিন বেড়ে চলা জীবনযাপনের খরচ আর বিদ্যুতের দাম মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছেন যুক্তরাজ্য বিশেষ করে লন্ডনের বাসিন্দারা। এরই মধ্যে বাসাভাড়া বৃদ্ধি বাড়তি বোঝা হয়ে চাপছে তাঁদের ওপর।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের তথ্য বলছে, গত বছরের শেষ চার মাসে (সেপ্টেম্বর-ডিসেম্বর) লন্ডনের একজন ভাড়াটেকে গড়ে প্রতি মাসে ৩ লাখ ২৬ হাজার টাকা (২ হাজার ৪৮০ পাউন্ড) ভাড়া গুনতে হয়েছে। লন্ডনের কেন্দ্রের দিকের এলাকাগুলোতে এই ভাড়া আরও বেশি। সেখানে প্রথমবারের মতো বাসা ভাড়া প্রায় চার লাখ টাকা ছুঁয়েছে।

যুক্তরাজ্যের আবাসন খাত নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘রাইটমুভ’ বলছে, ‘লন্ডনের ইতিহাসে গত বছরে দ্বিতীয় সর্বোচ্চ বার্ষিক ভাড়া বৃদ্ধির রেকর্ড  হয়েছে। এই সময় লন্ডনের বাইরের দিকের এলাকাগুলেতে বাসাভাড়া গড়ে ৯ দশমিক ৭ শতাংশ বেড়েছে।

এ বিষয়ে রাইটমুভের পরিচালক (প্রোপার্টি সায়েন্স) টিম ব্যানিস্টার বলেন, ভাড়া বাড়ানোর আগে মালিকদের বিষয়টি বিবেচনা করা উচিত, যেন তা ভাড়াটেদের সামর্থ্যের মধ্যে থাকে। বেশি ভাড়া চাওয়ার কারণে অনেক বাড়ি খালি পড়ে থাকছে। বিষয়টি বিবেচনা করে ভাড়া নির্ধারণ করলে তাঁরা দ্রুত ভাড়াটে পাবেন এবং ভাড়া বাকি পড়বে না।

এদিকে লন্ডনের বাড়তি ভাড়াকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে অনেকে বাড়তি আয়ও করছেন। বলা চলে পূর্ব লন্ডনের একজন ব্যাংকারের কথাই। ছয় বছর ধরে নিজের বাড়িতে গাড়ি রাখার দুটি জায়গা ভাড়া দিয়ে রেখেছেন তিনি। এ থেকে তাঁর আয় হয়েছে প্রায় ৯ লাখ টাকা। মাসে ১০ হাজার টাকা চেয়ে অনলাইনে ওই গাড়ি রাখার জায়গা ভাড়া দেওয়ার বিজ্ঞাপন দিয়েছিলেন তিনি।