ইউক্রেনের খারকিভের একটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশবাহিনী। এতে শিশুসহ অন্তত ৫১ জনের প্রাণ গেছে বলে জানিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে খারকিভের পাশে রোজা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। ইউক্রেনের জরুরি বিভাগের কর্মীরা গ্রামটিতে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। জানানো হয়েছে, উদ্ধার হওয়া মরদেহের মধ্যে ছয় বছরের শিশু রয়েছে। হামলায় ছয়জন আহত হয়েছেন।
খারকিভের গভর্নর ওলেহ সিনিয়েহুবোভ জানান, ওই গ্রামের একটি ক্যাফে ও একটি দোকানে হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় সেখানে অনেক বেসামরিক মানুষ উপস্থিত ছিলেন।
তবে রাশিয়ার পক্ষ থেকে এ হামলার বিষয়ে কিছু জানানো হয়নি। এর আগে রাশিয়া জানিয়েছে, ইউক্রেনে বেসামরিক স্থাপনার ওপর তারা হামলা চালায় না।