সেপ্টেম্বরে হেরে যাওয়া সুনাকই হতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ঋষি সুনাক
ছবি: রয়টার্স

ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির (টোরি) নেতা ও প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে আছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন দৌড় থেকে সরে যাওয়ায় প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম হয়েছে ঋষি সুনাকের।
নিয়ম অনুযায়ী কনজারভেটিভ সদস্য ১০০ সহকর্মীর (এমপি) সমর্থন পেলে প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতায় নামতে পারবেন দলের নির্বাচিত সদস্যরা। আর একাদিক প্রার্থী হলে ব্যালটে যাবে ভোটাভুটি। চূড়ান্ত ২ প্রতিদ্বন্দ্বীর মধ্যে শেষ ভোটাভুটি হবে। দলের প্রধান নেতা নির্বাচনে ভোট দেবেন কনজারভেটি পার্টির ১ লাখ ৭০ হাজার সদস্য। আগামী শুক্রবারই দলটি তাদের নতুন নেতা বেছে নেবে।

এদিকে বিবিসির খবরে বলা হয়, টোরি দলের ৩৫৭ সদস্যর মধ্য ১৮০ জন নিজেদের মতামত জানিয়েছেন। এদের মধ্য ১৫৫ জন সদস্য সুনাকের পক্ষে থাকার ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর দৌড়ে থাকা আরেক প্রতিদ্বন্দ্বী পেনি মরডান্টের পক্ষে এখন পর্যন্ত আছেন ২৫ জন পার্লামেন্ট সদস্য। পেনি যদি আজ সোমবার স্থানীয় সময় বেলা ২টার মধ্যে ১০০ পার্লামেন্ট সদস্যর সমর্থন জোগাতে ব্যর্থ হন, তবে ঋষি সুনাকের আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকছেন না। আর যদি পেনি মরডান্ট ১০০ জনের সমর্থন পেয়ে যান, তবে চূড়ান্ত দুই প্রতিদ্বন্দ্বির মধ্যে শেষ ভোটাভুটি হবে। এ ভোট হবে আজ সোমবার স্থানীয় সময় বেলা সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হবে ভোট। দলের প্রধান নেতা নির্বাচনে ভোট দেবেন কনজারভেটিভ পার্টির ১ লাখ ৭০ হাজার সদস্য। শুক্রবারই দলটি তাদের নতুন নেতা নির্বাচনের ফল ঘোষণা করবে।

আরও পড়ুন

এর আগের বরিস জনসন প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার পরই লিজ ট্রাসের সঙ্গে ইংল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রীর হওয়ার লড়াইয়ে নামেন সুনাক। গত সেপ্টেম্বরে লিজ ট্রসের কাছে দলের নেতা হওয়ার লড়াইয়ে হেরে যান। এরপরই ৪৫ দিন ক্ষমতায় থাকার পরেই সম্প্রতি প্রধানমন্ত্রীর পদ ছাড়েন লিজ ট্রস। এরপর আবারও যুক্তরাজ্যর প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নামেন সুনাক। এখন পর্যন্ত একজন প্রতিদ্বন্দ্বী থাকায় অনেকটাই নিশ্চিত সুনাক।

আরও পড়ুন