সামুদ্রিক ড্রোন দিয়ে রুশ জাহাজে আঘাত

কৃষ্ণসাগরে একটি রুশ জাহাজে ড্রোন হামলা করেছে ইউক্রেন
ছবি: ভিডিও থেকে

কৃষ্ণসাগরে সামুদ্রিক ড্রোন দিয়ে রাশিয়ার একটি জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। স্থানীয় সময় শুক্রবার সকালের এই ড্রোন হামলায় রুশ জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে। তবে ক্রেমলিন বলেছে, ইউক্রেনের এই হামলা প্রতিহত করেছেন রাশিয়ার সেনারা।

ইউক্রেনের দেওয়া তথ্য অনুযায়ী, কৃষ্ণসাগরের অন্যতম বৃহৎ বন্দর নভোরোসিয়স্কের অদূরে জাহাজটিতে এ হামলা হয়। রাশিয়া থেকে পণ্য রপ্তানির অন্যতম কেন্দ্র এ নভোরোসিয়স্ক বন্দর।

ঘটনার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সামুদ্রিক দুটি ড্রোন দিয়ে তাদের একটি নৌঘাঁটিতে হামলার চেষ্টা চালিয়েছিল ইউক্রেন। তবে রাশিয়ার সেনারা ইউক্রেনের এ হামলা প্রতিহত করেছেন।

আর ইউক্রেনের গোয়েন্দা সূত্র বলেছে, রুশ জাহাজ ওলেনেগোরস্কি গোরনিয়াকে ড্রোন আঘাতে হেনেছে এবং এতে রুশ জাহাজটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারা বলেছে, সামুদ্রিক ড্রোনটি যখন জাহাজে আঘাত হানে, তখন সেটিতে ৪৫০ কেজি বিস্ফোরক ছিল।

সামুদ্রিক ড্রোনগুলো আকারে ছোট, মানুষবিহীন। এই যান পানির ওপরতল বা নিচ দিয়ে পরিচালিত হয়।

ইউক্রেনের গোয়েন্দা সূত্রের সরবরাহ করা একটি ভিডিও চিত্রে দেখা যায়, জাহাজের দিকে ধেয়ে যাচ্ছে একটি ড্রোন। ধারণা করা হচ্ছে, সেটি রুশ জাহাজ ওলেনেগোরস্কি গোরনিয়াক। তবে ইউক্রেনের সরকার আনুষ্ঠানিকভাবে রাশিয়ার জাহাজে এ ড্রোন হামলার দায় স্বীকার করেনি।

ওলেনেগোরস্কি গোরনিয়াক যুদ্ধে রুশ সেনাসদস্য ও তাঁদের রসদ সরবরাহের কাজে ব্যবহার করা হচ্ছিল। এই জাহাজের ক্ষয়ক্ষতি হলে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে যুদ্ধরত রুশ বাহিনীকে সেনা ও রসদ সরবরাহের প্রচেষ্টা ধাক্কা খাবে।

নভোরোসিয়স্ক বন্দর দিয়ে মূলত জ্বালানি তেল রপ্তানি হয়। বন্দরটিতে ট্যাংকারে তেল ভরার কাজ করে কাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, বন্দরের অদূরে হামলার পর বন্দরটি দিয়ে জাহাজ চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রায় দেড় বছর আগে ইউক্রেনে রুশ বাহিনীর হামলা শুরুর পর কৃষ্ণসাগরে রাশিয়ার নৌবহর ইউক্রেনীয় সামরিক বাহিনীর অন্যতম লক্ষ্যবস্তুতে পরিণত হয়। একাধিকবার সেখানে হামলা চালিয়েছেন ইউক্রেনের সেনারা। তবে সাম্প্রতিক সময়ে কৃষ্ণসাগরে হামলা অনেক বেড়েছে।

গত মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কৃষ্ণসাগরে তাদের টহল জাহাজ লক্ষ্য করে ইউক্রেন ড্রোন হামলার চেষ্টা চালায়। রুশ বাহিনী এ হামলা প্রতিহত করেছে। এরও এক সপ্তাহ আগে রুশ বাহিনী জানিয়েছিল, কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলার চেষ্টা প্রতিহত করেছে তারা।