ঘরে ফিরতে ভয়, যদি আবার ভূমিকম্প হয়

তুরস্কের কাহরামানমারাস শহরে বিধ্বস্ত একটি ভবনে উদ্ধারকাজ চলছেছবি: এএফপি

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কের ওসমানিয়ে শহরের বেশির ভাগ মানুষ এখন রাস্তায়। ধ্বংসস্তূপের মধ্যে আগুন জ্বালিয়ে বসে আছেন তাঁরা। ঘরের যেটুকু অবশিষ্ট আছে, সেখানেও ফিরতে ভয় পাচ্ছেন; যদি আবার ভূমিকম্প হয়!

তুরস্কের দক্ষিণাঞ্চলে ওসমানিয়ে শহরটির অবস্থান ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছে। সেখানকার রাস্তাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ছড়িয়ে–ছিটিয়ে আছে ধ্বংসাবশেষ। দোকানের ভাঙা কাচের টুকরা।

আরও পড়ুন

ওসমানিয়ে শহরের বেশির ভাগ রাস্তাই বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তার পিচ ভেঙে গেছে। সেতুগুলো ধসে পড়েছে। ঘটনাস্থলে থাকা বিবিসির একজন প্রতিবেদকের সঙ্গে গতকাল সোমবার সন্ধ্যায় কথা হয়েছে এক পরিবারের। রাস্তায় আগুন জ্বালিয়ে বসে ছিল পরিবারটি। সদস্যরা ঘরের ভেতরে যেতে ভয় পাচ্ছিলেন।

আরও পড়ুন

পরিবারের সদস্যরা বললেন, তাঁদের মনে হচ্ছে, প্রতিমুহূর্তে ভূমিকম্প হচ্ছে। তাঁরা তাই রাস্তার কাছে চলে এসেছেন। ওসমানিয়েতে বৃষ্টি হচ্ছে। এ কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

তুরস্কের দক্ষিণাঞ্চলে উদ্ধার অভিযান চলছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র বলছে, শুধু তুরস্কে ২ হাজার ৩০০ জন ভূমিকম্পে নিহত হয়েছে।

গতকাল সোমবার তুরস্কের স্থানীয় সময় ভোররাত ৪টা ১৭ মিনিটে সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮।

আরও পড়ুন

ভূমিকম্পটি যখন আঘাত হানে, তখন বেশির ভাগ মানুষ ঘুমাচ্ছিলেন। এরপর দুপুরে ৭.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। কর্মকর্তারা বলেছেন, এটি ভূমিকম্পের পরের আঘাত ছিল না।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া তুরস্কে সহায়তা পাঠিয়েছে। আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে তুরস্ক।

আরও পড়ুন