যুক্তরাজ্যে নতুন ইনজেকশনে ক্যানসারের চিকিৎসার সময় কমবে তিন-চতুর্থাংশ

প্রতীকী ছবি
ছবি: রয়টার্স

যুক্তরাজ্যে ক্যানসার চিকিৎসায় এমন এক ইনজেকশনের ব্যবহার শুরু হচ্ছে, যেটির মাধ্যমে রোগীর শরীরে ওষুধ প্রয়োগ করতে সময় লাগবে মাত্র সাত মিনিট। এতে করে ক্যানসার চিকিৎসার সময় প্রায় তিন-চতুর্থাংশ কমে আসবে। বিশ্বে এমন ইনজেকশনের ব্যবহার এটাই প্রথম।

যুক্তরাজ্যের মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি অথরিটি এজেন্সি (এমএইচআরএ) গত মঙ্গলবার এই ইনজেকশনের অনুমোদন দিয়েছে।

দেশটির জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগ (এনএইচএস) আশা করছে, এই ইনজেকশনের মাধ্যমে বছরে শত শত ক্যানসার রোগীর চিকিৎসা করা যাবে।

আরও পড়ুন

ক্যানসারের চিকিৎসায় গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি ইমিউনোথেরাপি। মূলত যাঁদের এই থেরাপি দেওয়া হয়, তাঁদের শরীরে নতুন এই ইনজেকশনের মাধ্যমে ওষুধ প্রয়োগ করা হবে।

এই ইনজেকশন ত্বকের নিচে দেওয়া হবে। শিরার মধ্য দিয়ে ইনজেকশনের মাধ্যমে রোগীর শরীরে ইমিউনোথেরাপি ‘অ্যাটেজোলিজুমাব’ প্রবেশ করাতে ৩০ থেকে ৬০ মিনিট সময় লাগে। অনেক সময় রোগীর শিরা খুঁজে পেতে সমস্যা হয়। সে ক্ষেত্রে আরও বেশি সময় লাগতে পারে। অ্যাটেজোলিজুমাব , টেসেন্ট্রিক নামেও পরিচিত।

ওয়েস্ট সাফোক এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের ক্যানসার বিশেষজ্ঞ আলেকজান্ডার মার্টিন বলেন, ক্যানসার রোগীদের জন্য এই ইনজেকশনের অনুমোদনের ফলে চিকিৎসার সময় অনেক কমে আসবে। ফলে চিকিৎসকেরা এক দিনে অনেক রোগীর চিকিৎসা করতে পারবেন।

আরও পড়ুন

এই ইনজেকশন তৈরি করেছে রোশ প্রোডাক্টস লিমিটেড। প্রতিষ্ঠানটির মেডিকেল পরিচালক মারিয়াস স্কোলজ বলেন, ‘ক্যানসার রোগীদের বর্তমানে শিরায় ইনজেকশনের মাধ্যমে ওষুধ দিতে যেখানে সময় ৩০ থেকে ৬০ মিনিট, তা ৭ মিনিটে কমে আসবে।’

আরও পড়ুন