পাইপলাইনে ছিদ্রকে নাশকতা বলছেন ইউরোপের নেতারা

পোল্যান্ডের উত্তরে সুইডেন ও ডেনমার্কের অর্থনৈতিক অঞ্চলে নর্ড স্ট্রিম পাইপলানের ছিদ্র থেকে এমন বুদ্‌বুদ উঠছে
ছবি: রয়টার্স

রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহের প্রধান দুটি পাইপলাইনে একাধিক ছিদ্র হওয়ার ঘটনাকে ‘নাশকতা’ বলছেন ইউরোপের বিভিন্ন দেশের নেতারা। তবে এ ধরনের দাবিকে ‘মূর্খতা’ বলে উড়িয়ে দিয়েছে রাশিয়া।

পাইপলাইন দুটিতে ছিদ্র ‘নাশকতার’ কারণে হয়েছে দাবি করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, ইউরোপে জ্বালানি সরবরাহে ইচ্ছাকৃত ব্যাঘাত ঘটানোর যেকোনো চেষ্টার সম্ভাব্য কঠোর জবাব দেওয়া হবে। ন্যাটোপ্রধান জেনস স্টলটেনবার্গও একে নাশকতা বলছেন।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার সঙ্গে ইউরোপের ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে রয়েছে গ্যাস সরবরাহ। রাশিয়া নর্ড স্ট্রিম–১ ও নর্ড স্ট্রিম–২—এই দুটি পাইপলাইন দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ করে। ইউক্রেনে হামলার জন্য ইউরোপসহ পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা দেয়। জবাবে কারগরি ত্রুটির কথা বলে গত কয়েক মাসে ইউরোপে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে রাশিয়া। গ্যাসকে মস্কো অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে ইউরোপ অভিযোগ করলেও তা নাকচ করে দিয়েছে রাশিয়ার সরকার।

নর্ড স্ট্রিম-১ নামের পাইপলাইনে ছিদ্র হওয়ার কথা চলতি মাসের শুরুর দিকে জানিয়েছিল রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গাজপ্রম। এই পাইপলাইন দিয়ে জার্মানিতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলেও জানায় তারা।

নর্ড স্ট্রিম–১ পাইপলাইনের আয়তন ১ হাজার ২০০ কিলোমিটার। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ উপকূল থেকে সমুদ্রের তলদেশ দিয়ে জার্মানির উত্তর-পূর্বাঞ্চলীয়ে গেছে গ্যাস লাইনটি। নর্ড স্ট্রিম–২ একই এলাকা দিয়ে যাওয়া আরেকটি পাইপলাইন। রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে নর্ড স্ট্রিম–২ দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

ডেনমার্কের সামরিক বাহিনীর তোলা ছবিতে দেখা যায়, সমুদ্র তলদেশে যেখান দিয়ে পাইপলাইন গেছে, সেখানে পানির ওপরে বড় এলাকাজুড়ে বুদ্‌বুদ উঠছে। এসব বুদ্‌বুদের আয়তন ২০০ থেকে ১০০০ হাজার মিটার। পোল্যান্ডের উত্তরে সুইডেন ও ডেনমার্কের অর্থনৈতিক অঞ্চলে তিনটি ছিদ্র থেকে এমন বুদ্‌বুদ উঠেছে। তিনটির মধ্যে দুটি ছিদ্র হয়েছে নর্ড স্ট্রিম–১ পাইপলাইনে। নর্ড স্ট্রিম–১ পাইপলাইনে একটি ছিদ্র হয়েছে ডেনমার্কের অর্থনৈতিক অঞ্চলে, অপরটি হয়েছে সুইডেনের অর্থনৈতিক অঞ্চলে। নর্ড স্ট্রিম–২ পাইপলাইনে ছিদ্রটি হয়েছে ডেনমার্কের অর্থনৈতিক অঞ্চলে। গত সোমবার নর্ড স্ট্রিম–২ পাইপলাইনে প্রথম ছিদ্রের কথা জানা যায়।

ভূকম্পন বিশেষজ্ঞরা বলছেন, গতকাল মঙ্গলবার ডেনমার্ক উপকূলে বাল্টিক সাগরের তলদেশে ওই দুটি পাইপলাইনের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেত্তে ফ্রেদারিকসন পাইপলাইন ছিদ্রের ঘটনাকে ‘ইচ্ছাকৃত কাজ’ বলে অভিহিত করেছেন। বলেছেন, ‘আমরা কোনো দুর্ঘটনা নিয়ে কথা বলছি না।’ পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউৎজ মোরাউয়েকি বলেছেন, এসব ছিদ্র নাশকতামূলক। এটি সম্ভবত ইউক্রেনে (রাশিয়ার) আরও সংঘাত ছড়ানোর পরবর্তী পদক্ষেপ।

রাশিয়া এর আগে জানিয়েছিল, পাইপলাইনে এসব ছিদ্র নিয়ে তারা খুবই উদ্বিগ্ন ছিল। পাইপলাইনে ছিদ্রের ঘটনা নাশকতামূলক কি না, গতকাল সাংবাদিকদের এমন প্রশ্নে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এটা পুরোটাই অনুমাননির্ভর। এসব অনুমান মূর্খতাও। তিনি আরও বলেন, ‘এটা আমাদের জন্য বড় সমস্যা। প্রথমত, দুই পাইপলাইনই গ্যাসে ভরা। গ্যাস সরবরাহে পুরো ব্যবস্থা প্রস্তুত। এখন গ্যাস ওপরে উঠছে।’