অ্যালেক্সি নাভালনিকে মস্কোয় সমাহিত
রাশিয়ার রাজধানী মস্কোয় সমাহিত হলেন দেশটির বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি। গতকাল শুক্রবার তাঁর শেষকৃত্য উপলক্ষে কয়েক হাজার রুশ সেখানে সমবেত হন। এ সময় নাভালনিকে নিয়ে স্লোগান দিতে দেখা যায় তাঁদের। কারাগারে নাভালনির মৃত্যুর জন্য রুশ কর্তৃপক্ষকে ক্ষমা করা হবে না বলেও স্লোগান দেন তাঁরা। নাভালনির শেষকৃত্যে উপস্থিত ছিলেন তাঁর বাবা আনাতোলি ও মা লিয়ুদমিলা।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন কট্টর সমালোচক ছিলেন নাভালনি। গত ১৬ ফেব্রুয়ারি সাইবেরিয়ার একটি কারাগারে নির্জন প্রকোষ্ঠে মারা যান ৪৬ বছর বয়সী এই বিরোধী নেতা। রুশ কর্তৃপক্ষ বলছে, কারাগারে স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে নাভালনির। তবে পরিবার ও সমর্থকদের অভিযোগ, কারাগারে নাভালনিকে হত্যা করা হয়েছে।