বর ছাড়াই বিয়ে করলেন তিনি

প্রতীকী ছবি

যুক্তরাজ্যের ৪২ বছর বয়সী সারাহ উইলকিনসন ২০ বছর ধরে একটু একটু করে নিজের বিয়ের জন্য অর্থ জমিয়েছেন। তাঁর ইচ্ছা, এই অর্থ দিয়ে দিনটিকে তিনি বিশেষভাবে উদ্‌যাপন করবেন। কিন্তু কোনো পাত্র তাঁর মনে ধরছে না। তাই বলে বিয়ের আনুষ্ঠানিকতা হবে না, তা তো আর হতে পারে না। যে কথা, সেই কাজ। বর ছাড়াই নিজেই নিজেকে বিয়ে করলেন সারাহ।

সাফোকের ফেলিক্সস্টোতে হারভেস্ট হাউসে বন্ধুদের নিয়ে সারাহ বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন। নিজের জন্য এনগেজমেন্টের আংটিও কেনেন।

সারাহ বলেন, ‘এটি আমার জন্য একটি অন্য রকম ভালো লাগার দিন ছিল। আমি ছিলাম সব আকর্ষণের কেন্দ্রবিন্দু। এটি আর দশটা বিয়ের মতো নয়। কিন্তু এটি ছিল আমার দিন। আমি বিয়ের জন্য মনের মতো জীবনসঙ্গী খুঁজে নাই-বা পেতে পারি, তাই বলে নিজের বিয়ের আনন্দ উৎসব কেন হারাব? এই অর্থ আমি আমার বিয়ের জন্য জমিয়েছি, তাহলে কেন সেটা সেই খাতেই ব্যয় করব না?’

সারাহ বলেন, প্রতি মাসে জমানো মোট ১০ হাজার পাউন্ড তিনি বিয়ের আয়োজনে খরচ করেছেন। গত ৩০ সেপ্টেম্বর এই বিয়ের আয়োজনে পরিবার ও বন্ধু মিলিয়ে ৪০ জন ছিলেন। তাঁদের বাইরে আরও ৪০ অতিথি উপস্থিত ছিলেন।

সারাহ বিবিসি রেডিও সুফল্ককে বলেন, বন্ধুরা তাঁর এই অদ্ভুত পরিকল্পনার কথা শুনে মোটেও অবাক হননি। সবাই বেশ হাসিখুশি ছিলেন। চমৎকার একটি দিন কাটিয়েছেন সবাই। প্রায় প্রত্যেকে বলেছেন, সারাহর পক্ষেই এ কাজ করা সম্ভব।

সারাহ বলেন, তিনি নিজের সম্মানে ১৪টি প্রতিশ্রুতি লেখেন। প্রথমটি ছিল কোনো দিনও টিভি রিমোটের নিয়ন্ত্রণ ছাড়বেন না।

যেদিন ৪০ বছর বয়সে পা দিলেন, তখন লকডাউন চলছিল। সেদিনও তিনি বিয়ে করবেন বলে পরিকল্পনা করেছিলেন। নিজের জন্য ডায়মন্ডের আংটি কিনবেন, সেটাও স্থির করেন।

বিয়ের দিন সাদা পোশাকে সেজেছিলেন সারাহ। কেটেছেন কেক। করিডরে হেঁটে গেছেন মায়ের হাত ধরে। তবে বিয়ের এই আয়োজন মানে সারার বিয়ের স্বপ্ন শেষ, বিষয়টি এমন নয়। উপযুক্ত পাত্র পেলে সত্যিকার কনে সেজে বরের হাত ধরবেন তিনি।