ছিনতাইকারীকে দেখে কিশোর বুঝল এটা তারই বাবা, তারপর...

ছিনতাই
প্রতীকী ছবি

এটিএম থেকে অর্থ তুলতে গিয়েছিল ১৭ বছর বয়সী এক কিশোর। যথারীতি অর্থও তুলেছিল। এরপর ঘটে বিচিত্র এক ঘটনা। ওই কিশোরের ওপর হামলা করেন এক ছিনতাইকারী। কিশোরটি তো অবাক। কারণ, ছিনতাইকারী আর কেউ নন, তারই বাবা।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে, গত বছরের নভেম্বরে। সন্তানকে ছিনতাইয়ের চেষ্টার দায়ে সম্প্রতি ওই ব্যক্তিকে ২৬ মাসের কারাদণ্ড দিয়েছেন স্কটল্যান্ডের একটি আদালত।

ছিনতাই চেষ্টার ঘটনাটির বর্ণনা দিয়েছেন আইনজীবী ক্যারি স্টিভেনস। তিনি বলেন, ওই কিশোর এটিএম থেকে অর্থ তোলার পর তাকে দেওয়ালের সঙ্গে চেপে ধরেন ছিনতাইকারী। তার দিকে ছুরিও তাক করেন। ছিনতাইকারী ওই কিশোরকে সব অর্থ দিয়ে দিতে বলেন।

ছিনতাইকারীর মুখে কাপড় জড়ানো ছিল। তবে কণ্ঠস্বর শুনে ও চোখ দেখে ওই কিশোর বুঝতে পারে, তিনি আসলে তার বাবা। এরপর অবাক হয়ে সে বলে, ‘তুমি কি ভেবেচিন্তে এটা করছ? তুমি জানো আমি কে?’ ছিনতাইকারী জবাব দেন, সে যে-ই হোক না কেন, তার কিছু যায় আসে না।

পরে ওই কিশোর ছিনতাইকারীর মুখ থেকে কাপড় সরিয়ে দিয়ে বলে, ‘এটা তুমি কী করছ?’ তখন নিজের সন্তানকে চিনতে পারেন ওই ছিনতাইকারী। বলেন, ‘আমি দুঃখিত। আমার আসলে কিছুই করার ছিল না।’

এরপর ওই কিশোর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিষয়টি জানানো হয় পুলিশকে। পরে পুলিশ ওই কিশোরের বাবাকে বাসা থেকে গ্রেপ্তার করে। প্রথম দিকে ছিনতাই চেষ্টার বিষয়টি অস্বীকার করলেও পরে তিনি বলেন, ‘আমি আসলে জানতাম না এটিএম থেকে সে (ছেলে) অর্থ তুলছিল।’