শেনজেন অঞ্চলে আংশিকভাবে যুক্ত হচ্ছে রোমানিয়া ও বুলগেরিয়া
ইউরোপে অবাধ চলাচলের শেনজেন অঞ্চলে ২০২৪ সালের মার্চ থেকে আংশিকভাবে যুক্ত হচ্ছে রোমানিয়া ও বুলগেরিয়া। গতকাল শনিবার ইউরোপীয় কাউন্সিল এ ঘোষণা দিয়েছে।
রোমানিয়া ও বুলগেরিয়া ২০০৭ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য। তবে দেশ দুটি এত দিন এই ভিসামুক্ত শেনজেন অঞ্চলে যুক্ত হতে পারেনি।
অভ্যন্তরীণ সীমান্ত নিয়ন্ত্রণ ছাড়াই ৪০ কোটির বেশি মানুষ শেনজেন অঞ্চলে অবাধে চলাচল করতে পারে।
শেনজেন অঞ্চলে যুক্ত হতে রোমানিয়া ও বুলগেরিয়ার আবেদনে প্রাথমিকভাবে ভেটো দিয়েছিল অস্ট্রিয়া।
সবশেষ ২০২২ সালের শেষ দিকে রোমানিয়া ও বুলগেরিয়ার শেনজেন অঞ্চলে অন্তর্ভুক্তির আবেদন প্রত্যাখ্যাত হয়।
অস্ট্রিয়া বছরের পর বছর ধরে বলে আসছিল যে শেনজেনের বহিঃসীমানার সুরক্ষাব্যবস্থা দুর্বল। এ কারণে অস্ট্রিয়াকে অস্বাভাবিকসংখ্যক অবৈধ অভিবাসী আশ্রয় দিতে হয়েছে।
১৯৮৫ সালে শেনজেন অঞ্চল প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত দেশের সংখ্যা ২৭। এতে ইইউর ২৭ সদস্যের ২৩টি অন্তভুক্ত। ইইউর সদস্য নয়—এমন চারটি দেশ (সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড ও লিচটেনস্টেইন) শেনজেন অঞ্চলের অন্তভুক্ত।
গতকাল ইউরোপীয় কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়, এই দুই দেশের (রোমানিয়া ও বুলগেরিয়া) আকাশ ও সমুদ্রসীমান্তের নিয়ন্ত্রণ আগামী ৩১ মার্চ তুলে নিতে সর্বসম্মতভাবে রাজি হয়েছে ২৭ সদস্যের ইইউ।
আর শেনজেন অঞ্চলে দেশ দুটির স্থলসীমান্ত খোলার বিষয়ে আগামী বছরও আলোচনা অব্যাহত থাকবে।
প্রায় ১২ বছর ধরে আলাপ-আলোচনার পর অবশেষে শেনজেন অঞ্চলে রোমানিয়া ও বুলগেরিয়াকে আংশিকভাবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত এল।
শেনজেন অঞ্চলে দেশ দুটির আংশিক অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় কমিশন। কমিশন এক বিবৃতিতে বলেছে, সম্প্রসারিত শেনজেন অঞ্চল ইউরোপীয় ইউনিয়নকে অভ্যন্তরীণভাবে ও বিশ্বমঞ্চে একটি ইউনিয়ন হিসেবে শক্তিশালী করবে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন একে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে অভিহিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বলেন, আজ বুলগেরিয়া ও রোমানিয়ার জন্য একটি গর্বের দিন। উভয় দেশ এটা পাওয়ার যোগ্য। তারা শেনজেনকে আরও শক্তিশালী করে তুলবে।