ভূমধ্যসাগরে ২০০ অভিবাসনপ্রত্যাশী নিয়ে নৌকা নিখোঁজ

ভূমধ্যসাগর পেরিয়ে স্পেনের ভূখণ্ডে ঢুকতে গিয়ে চলতি বছরের প্রথম ৬ মাসে অন্তত ৯৫১ জন অভিবাসনপ্রত্যাশীর প্রাণ গেছে
ফাইল ছবি: রয়টার্স

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উপকূলে ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা এক সপ্তাহের বেশি সময় ধরে নিখোঁজ রয়েছে। নৌকাটির সন্ধানে অভিযান চালাচ্ছে স্পেনের উদ্ধারকারীরা। ওই নৌকায় অন্তত ২০০ জন আফ্রিকান অভিবাসনপ্রত্যাশী ছিলেন।

অভিবাসীদের সহায়তাকারী সংগঠন ওয়াকিং বর্ডারস জানিয়েছে, একটি মাছ ধরার নৌকায় চেপে অভিবাসনপ্রত্যাশীরা ইউরোপে প্রবেশের উদ্দেশ্যে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছিলেন। সেনেগালের দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর কাফুউনটিনে থেকে গত ২৭ জুন নৌকাটি রওনা দিয়েছিল।

আরও পড়ুন

সংগঠনটি জানিয়েছে, নিখোঁজ হওয়া ওই নৌকায় শিশুসহ অন্তত ২০০ আফ্রিকান অভিবাসনপ্রত্যাশী ছিলেন। স্পেনের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর, নৌকাটির সন্ধানে উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে।

এদিকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে স্পেনের উপকূলে আসার সময় চলতি বছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন)অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী ১৯টি নৌকা নিখোঁজ হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কামিনান্দো ফ্রন্টেরাস। সংস্থাটি অভিবাসীদের নিয়ে কাজ করে। সরকারি তথ্য, শরণার্থীবিষয়ক সংস্থাগুলোর কাছ থেকে পাওয়া তথ্য ও উদ্ধারকারী ব্যক্তিদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভূমধ্যসাগর পেরিয়ে স্পেনের ভূখণ্ডে ঢুকতে গিয়ে চলতি বছরের প্রথম ৬ মাসে অন্তত ৯৫১ জন অভিবাসনপ্রত্যাশীর প্রাণ গেছে। নিহত ব্যক্তিদের মধ্যে ৪৯টি শিশুও রয়েছে। এর মধ্যে ফেব্রুয়ারি (২৩৭ জন) ও জুনে (৩৩২ জন) সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে।

আরও পড়ুন

নিহত ব্যক্তিরা ১৪টি দেশের বাসিন্দা। কামিনান্দো ফ্রন্টেরাসের তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তিদের বেশির ভাগ আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। এই ১৪ দেশ হলো—আলজেরিয়া, ক্যামেরুন, কমোরোস, কঙ্গো, ইথিওপিয়া, গিনি, আইভরিকোস্ট, মালি, মরক্কো, গাম্বিয়া, সেনেগাল, শ্রীলঙ্কা, সুদান ও সিরিয়া।

আরও পড়ুন