শান্তিতে নোবেলজয়ী অ্যালেসকে ১০ বছরের কারাদণ্ড

অ্যালেস বিয়ালিয়াৎস্কি (বায়ে) ও তাঁর দুই সহকর্মী
ছবি ভিয়াসনা হিউম্যান রাইটস সেন্টারের টুইটার থেকে নেওয়া

শান্তিতে নোবেল বিজয়ী বেলারুশের মানবাধিকারকর্মী অ্যালেস বিয়ালিয়াৎস্কিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সরকারবিরোধী বিক্ষোভে অর্থায়ন ও অর্থ পাচারের অভিযোগে তাঁকে এই দণ্ড দেওয়া হয়।

আদালত অ্যালেস ছাড়াও ভিয়াসনা হিউম্যান রাইটস সেন্টারের আরও তিন শীর্ষ ব্যক্তিকে সাজা দিয়েছেন। অ্যালেস এই মানবাধিকার প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন।
২০২২ সালে অ্যালেসসহ তিনজন শান্তিতে নোবেল পান।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভের জের ধরে পরের বছর অ্যালেস ও তাঁর কয়েকজন সহকর্মীকে গ্রেপ্তার করা হয়। ওই নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসেন আলেকসান্দার লুকাশেঙ্কো। লুকাশেঙ্কো ১৯৯৪ সাল থেকে প্রেসিডেন্ট হিসেবে কয়েক দফায় দায়িত্ব পালন করছেন। অভিযোগ রয়েছে, তখন থেকেই তিনি বিরোধী দলের ওপর দমনপীড়ন ও গণমাধ্যমের স্বাধীনতার খর্ব করে আসছেন।

অ্যালেস ও তাঁর সহকর্মীদের বিরুদ্ধে অভিযোগ হলো, তাঁরা সরকারবিরোধী আন্দোলনে বন্দী রাজনৈতিক কর্মীদের আর্থিক ও আইনি সহায়তা দিয়েছেন।

বেলারুশের সরকারবিরোধী আন্দোলনের নেতা সভিয়াতলানা সিখানোস্কায়া বিচারের নামে অ্যালেসকে কারাদণ্ড দেওয়ার নিন্দা জানিয়েছেন। তিনি টুইটারে লিখেছেন, এই ‘লজ্জাজনক অবিচারের’ বিরুদ্ধে লড়াই করতে এবং তাঁদের মুক্ত করতে অবশ্যই সব করা হবে।