আগামী বুধবার ভারত একটি ভার্চ্যুয়াল জি-২০ বৈঠকের আয়োজন করবে। ওই বৈঠকে পুতিন যোগ দেবেনছবি: ডয়চে ভেলে

২০২২ সালে ইন্দোনেশিয়ায় ও ২০২৩ সালের ভারত—পরপর দুটি জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বের ২০টি বৃহৎ অর্থনীতির দেশের এ জোটের পরবর্তী শীর্ষ সম্মেলন হবে আগামী বছর ব্রাজিলে। ওই শীর্ষ সম্মেলনের আগে আগামী বুধবার ভারত একটি ভার্চ্যুয়াল জি-২০ বৈঠকের আয়োজন করতে চায়। সেই বৈঠকে পুতিন যোগ দেবেন বলে ক্রেমলিন জানিয়েছে।

আলোচনায় আছে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু পর অনুষ্ঠিত জি–২০–এর দুটি বৈঠকে যোগ দেননি রুশ প্রেসিডেন্ট। এসব বৈঠকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। ভারতের জি-২০ বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন, ব্রাজিলে পরবর্তী বৈঠক হওয়ার আগে চলতি নভেম্বরে ভারত একটি ভার্চ্যুয়াল জি-২০ বৈঠকের আয়োজন করতে চায়। সেই বৈঠকে পুতিন যোগ দেবেন।

প্রধানমন্ত্রী মোদির কার্যালয় থেকে একটি নোট প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, বুধবার জি-২০-র একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে গত জি-২০ বৈঠকের বিবিধ বিষয় নিয়ে আলোচনা হবে। জি-২০ বৈঠকে যে ঘোষণাপত্র প্রকাশিত হয়েছে, তার বিভিন্ন বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হবে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর আশপাশের দু-একটি দেশে সফর করলেও লম্বা সফরে যাননি পুতিন। তবে চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বিশ্বনেতাদের অধিকাংশ সম্মেলনই তিনি এড়িয়ে চলেছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীই অধিকাংশ বৈঠকে অংশ নিয়েছেন। এরই মধ্যে আন্তর্জাতিক আদালত পুতিনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ইউক্রেনের শিশুদের অন্যায়ভাবে ডিপোর্ট করার অপরাধে তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সেই পরোয়ানা জারি হওয়ার পর প্রথম ভার্চ্যুয়ালি এমন সম্মেলনে যোগ দিচ্ছেন পুতিন।

জি-২০ ভার্চ্যুয়াল বৈঠকে পুতিন কী বলেন, সে দিকে নজর রেখেছেন কূটনীতিকেরা।