দনবাসের দুই এলাকা যুদ্ধের হটস্পট বললেন জেলেনস্কি

দোনেৎস্ক এলাকায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত একটি সামরিক যান
রয়টার্স ফাইল ছবি

ইউক্রেনের দনবাস অঞ্চলের সোলেদার ও বাখমুত শহর এখন যুদ্ধের হটস্পট হয়ে উঠেছে বলেছে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল রোববার রাতে ভিডিওতে দেওয়া এক ভাষণে জেলেনস্কি বলেন, সেখানে প্রচণ্ড লড়াই চলছে। খবর বিবিসি ও আল-জাজিরার।

রাশিয়ার সেনাবাহিনীর পরবর্তী লক্ষ্য এখন বাখমুত। গত জুন ও জুলাই মাসে শিল্পশহর লিসিচানেস্ক ও সিয়েভিয়েরোদোনেৎস্ক দখলের পর রুশ সেনারা বাখমুতের দিকে অগ্রসর হচ্ছেন। বাখমুতের উত্তরে সোলেদার শহরের অবস্থান।

এদিকে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাঁরা কিয়েভের দক্ষিণে বড় ধরনের হামলা প্রতিরোধ করেছে। শত্রুদের উল্লেখযোগ্য ক্ষতি করার কথা বলেছে মস্কো। কিয়েভের দক্ষিণে অগ্রসর ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে বলে জানিয়েছে রাশিয়া।

আরও পড়ুন
ভলোদিমির জেলেনস্কি
ছবি: এএফপি

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল রোববার বলেছে, রুশ সেনারা খেরসন অঞ্চলে প্রচণ্ড লড়াই চলার সময় তাঁদের অবস্থান ধরে রেখেছে। দোনেৎস্ক এর পূর্বাঞ্চল তাঁরা লক্ষ্যবস্তু করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান মুখপাত্র ইগোর কোনাসেনকভ বলেছেন, খেরসন অঞ্চলের কোশারা ও পিয়াতিখাতকি এলাকায় ট্যাংক ও ব্যাটালিয়ন নিয়ে রাশিয়ার সেনাবাহিনীর প্রতিরক্ষা ভেদ করার চেষ্টা করেছে শত্রুরা। তবে রাশিয়ার সেনাবাহিনী তাঁদের অবস্থান ধরে রেখে শত্রুদের উল্লেখযোগ্য ক্ষতি করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয় বলছে, মস্কোর সেনাবাহিনী খেরসন অঞ্চলের গ্রাম ও শহরগুলোতে গোলা ছুড়েছে। তারা সহিংস আচরণ করছে। ইউক্রেন সেনাবাহিনীর মুখপাত্র ওলেকসান্দার শতুপুন বলেছেন, রাশিয়া সরকারি প্রতিষ্ঠানগুলো খেরসন থেকে ক্রিমিয়ার দিকে সরিয়ে নিচ্ছে। শতুপুন আরও বলেন, গতকাল ইউক্রেনের সেনাবাহিনী ২০টিরও বেশি হামলা চালিয়েছে।

আরও পড়ুন

ইউক্রেনের আর্মড ফোর্সের জেনারেল স্টাফ বলেছেন, রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের ৩০টিরও বেশি শহর ও গ্রামে হামলা চালিয়েছে। এ ছাড়া পাঁচটি ক্ষেপণাস্ত্র, ২৩টি বিমান ও ৬০টি রকেট হামলা চালিয়েছে।

ইউক্রেনে রাশিয়ার হামলা চলমান রয়েছে। গতকাল রোববার ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আগের দিন দেশটির ৩০টির বেশি স্থাপনা রাশিয়ার হামলার শিকার হয়েছে। এসব স্থাপনা রাজধানী কিয়েভসহ দোনেৎস্ক, খারকিভ, জাপোরিঝঝিয়া, নিপ্রোপেত্রোভস্ক ও খেরসন অঞ্চলে অবস্থিত। হামলার লক্ষ্যবস্তু হয়েছে বেসামরিক এলাকাও।

অপর দিকে গতকাল রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, দোনেৎস্ক, খেরসন ও মিকোলাইভ অঞ্চলে ইউক্রেন সেনাদের অগ্রগতি থামিয়ে দিয়েছে তারা।

এদিকে রাশিয়ার অভিযোগ, গতকাল রুশ নিয়ন্ত্রিত দোনেস্কের প্রশাসনিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে অপর একটি পোস্টে ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬৫ হাজার রুশ সেনাকে হত্যা করা হয়েছে।