তুষারে ঢাকা পড়েছে উত্তর জার্মানি
আটলান্টিক সাগর থেকে আসা শক্তিশালী নিম্নচাপ ‘এল্লি’ রূপ নিয়েছে তুষারঝড়ে। এতে উত্তর জার্মানির অধিকাংশ এলাকা ঢাকা পড়েছে সাদা বরফের চাদরে। তুষারে আচ্ছাদিত সড়ক, বাড়িঘর, পার্ক, বনভূমি। গতকাল রোববারে ক্যামেরায় জার্মানির হ্যানোভার ঠিক এভাবে ধরা পড়েছে—