দুর্ঘটনায় শেষ রাশিয়ার চন্দ্রাভিযান
৪৭ বছরের মধ্যে রাশিয়ার প্রথম চন্দ্রাভিযান দুর্ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে। লুনা-২৫ নামের রুশ মহাকাশযানটি চাঁদে বিধ্বস্ত হয়েছে। চাঁদে অবতরণের সময় (প্রিল্যান্ডিং ম্যানুভার্স) এ দুর্ঘটনা ঘটে। আজ রোববার রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস এ তথ্য জানিয়েছে।
রসকসমসের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার বেলা ২টা ৫৭ মিনিটে লুনা-২৫-এর সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রসকসমস বলছে, মহাকাশযানটির অবস্থান শনাক্তে ১৯ ও ২০ আগস্ট চেষ্টা করা হয়েছিল। মহাকাশযানটির সঙ্গে যোগাযোগ করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়।
মহাকাশ সংস্থাটি বলেছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হবে। তবে মহাকাশযানটিতে ঠিক কী ধরনের প্রযুক্তিগত সমস্যা হয়েছিল, তার কোনো আভাস দেয়নি রসকসমস।
১১ আগস্ট লুনা-২৫ চন্দ্রযানটি উৎক্ষেপণ করেছিল রাশিয়া। এটি চাঁদের কক্ষপথেও প্রবেশ করেছিল। চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযানটির অবতরণের কথা ছিল।
এর আগে ১৯৭৬ সালে চাঁদে মহাকাশযান পাঠিয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। সেটির নাম ছিল লুনা-২৪। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর এটাই (লুনা-২৫) ছিল রাশিয়ার প্রথম চন্দ্রাভিযান।