কী কথা হলো সি চিন পিং ও জেলেনস্কির

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিছবি: রয়টার্স

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম আজ বুধবার এ কথা জানিয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ হামলার পর এই প্রথম জেলেনস্কির সঙ্গে কথা বললেন চীনের প্রেসিডেন্ট।

চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন সিসিটিভি বলেছে, ‘সি চিন পিং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন।’ এতে বলা হয়, সি ফোনালাপে জেলেনস্কিকে বলেছেন, ‘সংলাপ এবং আলাপ-আলোচনাই’ এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার ‘একমাত্র উপায়’।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, জেলেনস্কির সঙ্গে সির ফোনালাপ আন্তর্জাতিক বিষয়ে চীনের নির্মোহ ও নিরপেক্ষ অবস্থান এবং একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে তার দায়িত্ববোধেরই প্রকাশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরেশিয়া বিভাগের উপপ্রধান ইউ জুন বলেন, ইউক্রেন সংকট সমাধানে চীন যা করেছে, তা নিরপেক্ষ অবস্থান থেকেই করছে।

যদিও এই সংঘাতে বেইজিং দাপ্তরিকভাবে নিজেদের নিরপেক্ষ দাবি করে আসছে, সি কখনোই রাশিয়ার আগ্রাসনের সমালোচনা করেননি। জেলেনস্কি বারবার বলে আসছিলেন, চীনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে তিনি প্রস্তুত।

আরও পড়ুন

এর আগে ইউক্রেন সংকটের ‘রাজনৈতিক সমাধানের’ আহ্বান জানিয়ে ফেব্রুয়ারিতে ১২ দফা ঘোষণা করেছিল বেইজিং। এতে বিবদমান পক্ষগুলোকে শান্তি আলোচনায় বসতে এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।

এদিকে সির সঙ্গে ফোনালাপের পর জেলেনস্কি স্ট্র্যাটেজিক ইন্ডাস্ট্রির সাবেক মন্ত্রী পাভলো রিয়াবিকিনকে চীনে ইউক্রেনের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন।

আরও পড়ুন