সেন্ট পিটার্সবার্গে বোমায় ব্লগার হত্যার ঘটনায় যুদ্ধবিরোধী এক নারী গ্রেপ্তার

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ ক্যাফেতে বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই হামলায় ইউক্রেন যুদ্ধের পক্ষে প্রচার চালানো শীর্ষ সামরিক ব্লগার ভ্লাদলেন তাতারস্কি নিহত হন।

রাশিয়ার তদন্তকারীরা বলছেন, গ্রেপ্তার করা ওই নারী হলেন দরিয়া ত্রেপোভা। তিনি ওই সেন্ট পিটার্সবার্গ ক্যাফেতে হামলায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
গত রোববার ওই ক্যাফেতে বোমা হামলার ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া ত্রেপোভা ইউক্রেন যুদ্ধবিরোধী বলে পরিচিত।

রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ নভোস্তির খবরে বলা হয়, রাশিয়া ইউক্রেনে হামলার পর গত বছরের ফেব্রুয়ারিতে এক অননুমোদিত বিক্ষোভে অংশ নেওয়ার কারণে ত্রেপোভা ১০ দিন গৃহবন্দী ছিলেন।

রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়, ২৬ বছর বয়সী ত্রেপোভা সেন্ট পিটার্সবার্গে জন্ম নিয়েছেন। তিনি রুশ নাগরিক।

গত রোববারের বিস্ফোরণে নিহত বিশিষ্ট ব্লগার তাতারস্কি ইউক্রেনে রাশিয়ার তথাকথিত অভিযানের ঘোর সমর্থক। তবে তিনি রুশ সেনাবাহিনীর সমালোচনাও করে থাকেন।

ওই দিন তাতারস্কি একটি ছোট মূর্তি উপহার হিসেবে পান। সেটির ভেতরেই ছিল বিস্ফোরক। ওই বিস্ফোরণে তিনি নিহত হওয়ার পাশাপাশি দুই ডজন ব্যক্তি আহত হন।
রাশিয়ার তদন্ত কর্মকর্তারা বলছেন, তাঁরা রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরে ‘হাই–প্রোফাইল ব্যক্তিকে হত্যার’ তদন্ত করছেন। ত্রিপোভার মা ও বোনকে জিজ্ঞাসাবাদের কয়েক ঘণ্টা পর তাঁকে আটক করা হয়।

নেভা নদীর কাছে অবস্থিত ‘স্ট্রিট ফুড বার নম্বর ১’ নামের ক্যাফের একসময় মালিক ছিলেন ইয়েভজেনি প্রিগোজিন। বর্তমানে তিনি রাশিয়ার বেসরকারি সামরিক বাহিনী ভাগনারের প্রধান। ইউক্রেনের বাখমুতে তাঁর বাহিনী লড়াই করছে। সর্বশেষ তিনি এ অঞ্চলের ‘বৈধ’ দখলের দাবিও করেছেন।

প্রিগোজিন নিহত তাতারস্কির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। গভীর রাতে এক ভিডিও বার্তায় তিনি এ শ্রদ্ধা জানান। বাখমুতের টাউন হল থেকে এ ভিডিও করা হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি একটি পতাকা প্রদর্শন করেন, যাতে লেখা ছিল ‘ভ্লাদলেন তাতারস্কির স্মৃতির প্রতি।’