ইউক্রেনের দাবি রুশ কমান্ডার মারা গেছেন, বৈঠকের ভিডিও দিল রাশিয়া

মঙ্গলবার শীর্ষ নৌ কমান্ডারদের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক করেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু
ছবি: রয়টার্স

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় কৃষ্ণ সাগরে রুশ নৌ কমান্ডার নিহত হননি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করে এই দাবি করেছে। ভিডিওতে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে বৈঠক করতে দেখা গেছে কমান্ডার ভিক্তর সোকোলভকে। গত শুক্রবার ক্রিমিয়ার সেভাস্তপোলে ক্ষেপণাস্ত্র হামলায় ভিক্তর সোকোলভ নিহত হয়েছেন বলে দাবি করেছিল ইউক্রেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী শোইগু জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তবে ওই ভিডিওটি কোথায় ও কখন ধারণ করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

আট মিনিটের ওই ভিডিওটি মঙ্গলবার সকালের বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভিডিওতে দেখা গেছে, মস্কোর একটি কনফারেন্স কক্ষে সের্গেই শোইগু জ্যেষ্ঠ কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য রাখছেন।

ভার্চ্যুয়াল ওই বৈঠকে কৃষ্ণ সাগরসহ রাশিয়ার পাঁচটি নৌ বহরের কমান্ডারদের দেখা গেছে। বৈঠকে সের্গেই শোইগু বিভিন্ন বিষয় নিয়ে তাদের ব্রিফ করেছেন।  

প্রযুক্তিগত বিশ্লেষণে অ্যাডমিরাল সোকোলভের অন্য ছবির সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠকে অংশ নেওয়া সোকোলভের মিল পাওয়া গেছে। তবে মঙ্গলবার সকালে আদৌ ওই বৈঠক হয়েছে কি না সেটি বিবিসির পক্ষে যাচাই করা সম্ভব হয়নি। তাছাড়া ভিডিওটি মঙ্গলবারের কি না তাও নিশ্চিত হওয়া যায়নি।

গত সোমবার ইউক্রেন জানায়, তাদের বিশেষ বাহিনী কৃষ্ণ সাগরে রুশ নৌবহরের সদরদপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ওই হামলায় অ্যাডমিরাল ভিক্তর সোকোলভসহ ৩৩ রুশ সেনা নিহত হয়েছেন।

এক বিবৃতিতে ইউক্রেনের বিশেষ বাহিনী বলেছে, কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলায় ৩৪ সেনা নিহত হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে নৌবহরের কমান্ডারও রয়েছেন। তবে মরদেহগুলোর শরীরের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে থাকায় অনেকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।