পুতিন বাংকারে যেতে পারেন বলে খবর

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
ফাইল ছবি: রয়টার্স

ক্রেমলিনে একটি ফ্লুর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। সংক্রমণের প্রাদুর্ভাব রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বাংকারে অবস্থান নিতে বাধ্য করতে পারে। যুক্তরাজ্যের একটি গণমাধ্যমের বরাতে গতকাল মঙ্গলবার এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

পুতিন এ বছর বর্ষসমাপনী সংবাদ সম্মেলন করছেন না বলে আনুষ্ঠানিক ঘোষণার এক দিনের মাথায় এমন খবর এল।

আরও পড়ুন

ঠিক কী কারণে পুতিন এই সংবাদ সম্মেলন করবেন না, কেন তিনি এবার প্রথা ভাঙছেন, তার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেননি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

তবে কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, পুতিনের স্বাস্থ্যগত কারণে তাঁর বর্ষসমাপনী সংবাদ সম্মেলন এবার না করার সিদ্ধান্ত হয়েছে।

এক দায়িত্বশীল রুশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে দেশটির বার্তা সংস্থা তাস বলছে, এ বছর এইচ১এন১ ফ্লুর ধরন রাশিয়াকে ভোগাবে।

রোসিয়া-ওয়ান টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আন্না পোপোভা নামের ওই কর্মকর্তা বলেন, এ বছর রাশিয়ায় ফ্লুর প্রকোপ থাকছে। ২০০৯ সালে অতি সংক্রামক এই ফ্লুর আবির্ভাব হয়েছিল। ২০০৯ থেকে ২০২০ সাল পর্যন্ত এই ফ্লুর মহামারি চলেছে।

আরও পড়ুন

ব্রিটিশ ট্যাবলয়েড মেট্রোর প্রতিবেদনে বলা হয়, সংক্রামক রোগটি ছড়িয়ে পড়ায় রুশ কর্মকর্তারা প্রেসিডেন্ট পুতিনকে নিরাপদে রাখছেন। অনেক রুশ কর্মকর্তা ইতিমধ্যে এই ফ্লুতে সংক্রমিত হয়েছেন। এ কারণে পুতিন রুশ পার্লামেন্টের উচ্চ কক্ষে তাঁর পূর্বনির্ধারিত ভাষণ বাতিল করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

জেনারেল এসভিআর নামের টেলিগ্রাম চ্যানেলটি প্রায়ই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের হালনাগাদ তথ্য প্রকাশ করে থাকে। তারা দাবি করছে, নববর্ষের সময় উরাল পর্বতমালার একটি বাংকারে থাকবেন পুতিন।

আরও পড়ুন

রুশ কর্মকর্তা পোপোভা দেশটির জনগণকে মাস্ক পরা, হাত-মুখ ধোয়াসহ স্বাস্থ্য সুরক্ষার বিধিগুলো মেনে চলার আহ্বান জানিয়েছেন। কোনো ধরনের উপসর্গ দেখা দিলে লোকজনকে বাড়িতে অবস্থানের পরামর্শ দিয়েছেন তিনি।